কখনো কখনো বয়সে ছোটদের উপস্থিত বুদ্ধি পরিণত মস্তিষ্ককেও হার মানায়। এমনই এক বুদ্ধিমত্তা এবং অসীম সাহসিকতার নজির গড়ল বছর ছয় কিংবা সাত এর ছেলে, যার নাম তোজো। গত শুক্রবার তার তিন বন্ধু সহ নিজেকে গুরুতর এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার ঘটনা ঘটেছে কাঁথি ৩ ব্লকের কামারদা গ্ৰামে।
সকালে স্কুল ছুটির পর স্থানীয় পুকুর পাড়ে গাছ থেকে আম পাড়ছিল তোজো। তবে সে একা নয়, সঙ্গী ছিল তার তিন বন্ধু ঘন্টু, কথা ও বৃষ্টি। হঠাৎই একটি আম পুকুরে পড়ে যাওয়ায় সেটা তুলতে গিয়ে ডুবতে বসে কথা। তাকে বাঁচাতে একে একে জলে নেমে পড়ে ঘন্টু ও বৃষ্টি। তাদের কেউই সাঁতার না জানায় সঙ্কটের মধ্যে পড়ে তিনজনই। কিন্তু তোজো জলে না নেমে বুদ্ধি খাটিয়ে পড়ে থাকা একটি পেয়ারা গাছের ডাল তুলে নেয়। এক হাত দিয়ে আমগাছকে শক্ত করে ধরে গাছের ডালটি বন্ধুদের দিকে বাড়িয়ে দেয়। তার তিন বন্ধু একে একে ওই ডালকে সম্বল করে জল থেকে পাড়ে উঠে আসে। ঘটনার ভয়াবহতা আঁচ করে আঁতকে উঠেছেন সবাই।
দ্বিতীয় শ্রেণীর ছাত্র হয়ে এমন এক মানবিকতা ও সাহসিকতার পরিচয় বাহবার দাবি জানায় বইকি! সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে তিন বন্ধুর প্রাণ বাঁচানোয় তোজোর প্রশংসার সাথে সাথে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন। “ওদের সবাইকে আশীর্বাদ করবেন দয়া করে।” ঘটনার প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন জ্যেষ্ঠ পুত্র তোজোর বাবা অজয় গিরি। শুধু পরিবারের সদস্যরাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোজো’র উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ জানা সহ অন্যান্য অভিভাবকরাও।
Discussion about this post