চিনাদের খাদ্য তালিকা নিয়ে মানুষের আলোচনার শেষ নেই। পোকামাকড় থেকে শুরু করে অন্যান্য প্রাণীর মাংস। কোনোটাই বাদ নেই তাদের খাবার তালিকায়। যদিও মহামারীর পর চিনে বন্য প্রাণীদের বিক্রি বন্ধ হয়েছে। বেজিং সহ বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে চীন প্রশাসন। অন্যদিকে গবেষকরা দাবি করেছেন, চীনের উহান প্রদেশের একাংশ জুড়ে চলতো বন্যপ্রাণীদের বেচাকেনা। সেখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা। তবে “এ বলে, আমায় দেখ তো ও বলে, আমায় দেখ!” করোনাকেও টেক্কা দিতে চলেছে আরেক ভয়ংকর রোগ। লিভারে বাড়ছে পরজীবির ডিম। যে সে পরজীবি নয়, একেবারে মাংসাশী পরজীবি।
এক চীনা ব্যক্তির লিভারে পাওয়া গেছে মাংসাশী পরজীবির ডিম। যার ফলে ওই ব্যক্তির লিভার আকারে বেড়ে গেছে ক্রমশ। প্রায় অর্ধেক লিভার পরজীবির খাদ্য হয়ে গেছে। স্ক্যান রিপোর্টে দেখা যায় তার লিভারে জমেছে পুঁজ। ভেতরে অগুনতি পরজীবির ডিম। এমনকি ভেতরে ধরা পড়েছে বেশ বড় আকারের টিউমারও। বাল্বের আকারে বেড়ে গেছিলো টিউমার। এর পরেই চিকিৎসকরা অস্ত্রোপচার করেন ওই ব্যক্তির লিভারে।
ব্যক্তিটি জানিয়েছেন স্থানীয় বাজার থেকে একটি বড় মাছ কিনেছিলেন তিনি। সেই মাছ অর্ধ সেদ্ধ অবস্থায় খেয়েছিলেন তিনি। আর তার পরেই বমি বমি ভাব। ওজন কমে যাওয়ার শুরু। অসুস্থ থাকাকালীন চিকিৎসকের কাছে গেলে তারা জানান ওই মাছ থেকেই এ অবস্থা। মাছের পেটে ছিল পরজীবির বাসা। আর মাছের মাধ্যমে তা প্রবেশ করেছে ওই ব্যক্তির শরীরে। সেই মাংসাশী পরজীবি ডিম পাড়তে শুরু করেছিল ব্যক্তির লিভারে। তবে পরজীবির এই আচরণ দেখে অবাক চিকিৎসকরা।
Discussion about this post