নর্থ বেঙ্গলের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত ছোট মহাকাল থেকে বড় মহাকাল যাওয়ার পথে প্রচুর প্রজাপতি দেখতে পাওয়া যায়। তাই এই জায়গাকে বলে Valley of Butterflies. এখানে হাজারে হাজারে রংবেরঙের প্রজাপতি দেখতে পাওয়া যায়। বিশেষ করে অক্টোবর মাসের প্রথম থেকে নভেম্বর মাসের শুরু পর্যন্ত, আর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত।
পুরুষ প্রজাপতিরা মূলত প্রজননের জন্য নুন সংগ্রহ করতেই সিক্ত বালির-পাথরের চড়ায়। এই সময় সমগ্র ভারত থেকে প্রজাপতি পর্যবেক্ষক, উইল্ডলাইফ ফটোগ্রাফারা এখানে আসে তাদের দেখতে ও ছবি তুলতে এখনো পর্যন্ত প্রায় চারশো প্রজাতির বেশি প্রজাপতি এখানে পাওয়া গেছে। এছাড়াও এখানে পাহাড় ও নদীর অপরূপ দৃশ্য নদীর স্বচ্ছ জল আট থেকে আশি প্রত্যেকের মনকে আনন্দ দেবে। এছাড়াও এই সমস্ত জায়গায় কিছু অপূর্ব ট্রেক রুট আছে সেগুলো খুবই স্বল্পমূল্যে করা যায়। সিকিম বা দার্জিলিংয়ের অফবিট রুটের থেকেও অনেক কমে।
অভিযাত্রীসুলভ নতুন প্রজন্ম এই ট্রেক রুটে একবার এলে তাদের বারবার আসতে বাধ্য করবে এই পাখি প্রজাপতি পাহাড় নদী জঙ্গলের টানে। এই জায়গায় শিব-দুর্গা পুজোর সময় খুব জনসমাগম ঘটে দূর দূরান্ত থেকে মানুষ শিবের দর্শন করতে বড় মহাকাল ও ছোট মহাকালে আসে। ভৌগোলিকভাবে বলতে গেলে বড় মহাকাল বা ছোট মহাকাল হল স্ট্যালাকটাইট ও স্ট্যালগমাইট দিয়ে তৈরি একটা প্রাকৃতিক গুহা। এখানেই বহু বছর আগে থেকে আজও পুজো হয়ে আসছে। প্রকৃতি তাকে আগলে রেখেছে নিজের রূপে নিজের কাছে।
Discussion about this post