বর্ধমান ও তার আশেপাশের বসবাসকারীদের জন্য সুখবর! করোনা মোকাবিলায় এবার এগিয়ে এল বর্ধমান বিশ্ববিদ্যালয়ও। বর্ধমান মেডিক্যাল কলেজের সঙ্গে গাঁটছড়া বেঁধে কোভিড-১৯ পরীক্ষার ল্যাবরেটরি গড়ে তুলতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ফলতঃ করোনা পরীক্ষার জন্য আর কলকাতায় যাওয়ায় প্রয়োজন পড়বে না বর্ধমান বা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের। বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি এবং হিউম্যান জেনেটিক্সের ল্যাব, থ্যালাসেমিয়া ও ক্যান্সারের পরীক্ষাগার হিসাবে ইতিমধ্যেই বেশ পরিচিত। এবার করোনার চিকিৎসার ক্ষেত্রেও দিশা দেখাবে বর্ধমান।
রাজ্য জুড়ে যে হারে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, তাতে কলকাতার পরীক্ষাগারগুলিতে চাপ বেড়ে চলেছে দিনের পর দিন। এই সমস্যার সমাধানে কলকাতা বা কাছাকাছি জেলাগুলিতে আরও বেশি সংখ্যক করোনা পরীক্ষার ল্যাব গড়ে ওঠার প্রয়োজন। সেই কারণেই পথে নামল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় গঠিত ল্যাবটিতে ‘রিয়াল টাইম পিসিয়ার’ পদ্ধতির মাধ্যমেই, একই সময়ে ৯৫ টি স্যাম্পেল পরীক্ষা করা সম্ভব। বিশেষভাবে প্রশিক্ষিত উন্নত প্রযুক্তিবিদদের সাহায্যেই এই পরীক্ষাগুলি করা হবে বলে জানা গিয়েছে। অপেক্ষা শুধুমাত্র আইসিএমআর’র সম্মতির। ব্যাস! তারপরই করোনা-যুদ্ধে নতুন আলোর হদিশ পাবে বর্ধমান।
Discussion about this post