দক্ষিণ দিল্লীর এক স্কুলের ছাত্রদের ইন্সটাগ্রাম গ্রুপ। সেখানে প্রায় কয়েকশো সদস্য। সবাই ১৬-১৯ বছর বয়সী এবং এরা সকলেই প্রায় স্কুল ছাত্র। কিন্তু এটা কোনো সাধারণ গ্রুপ না। এই গ্রুপের কার্যকলাপ শুনলে চোখ কপালে উঠবে। #BoisLockerRoom নামের এই গ্রুপে কম বয়সী মেয়েদের কীভাবে ধর্ষণ কিংবা গনধর্ষণ করা যায় তারই নীল-নকশা নিয়ে আলোচনা চলে। কমবয়সী মেয়েদের সঙ্গে পার্সোনাল চ্যাট, ব্যক্তিগত তথ্য এমনকি তাদের উলঙ্গ ছবি তাদের অনুমতি ছাড়াই এই গ্রুপে শেয়ার করা হয়।
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গোটা দেশ নিন্দায় মুখর। প্রশ্ন ওঠে এই ধর্ষকামীদের গ্রুপ কীভাবে চলে? এভাবে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করা যায়? যদিও বিষয়টি সামনে আসতেই দিল্লীর মহিলা কমিশন দ্রুত পদক্ষেপ নিয়েছেন। পুলিসে এফআইআর দায়েরও করা হয়েছে। দিল্লী পুলিস ইতিমধ্যেই গ্রেফতার করেছে চার স্কুল ছাত্রকে। জানানো হয়েছে ইন্সটাগ্রামকে কর্তৃপক্ষকেও। তদন্তের স্বার্থে চাওয়া হয়েছে সমস্ত তথ্য। এই চাঞ্চল্যকর বিষয় সত্যিই ভাবাচ্ছে। হয়তো আগামী দিনে করোনাকে মানবসভ্যতা পরাজিত করে ফেলল। কিন্তু মানব-মস্তিস্কে ঢুকে থাকা এই ভয়ঙ্কর ভাইরাসের দাপট কি আদৌ কোনওদিন কমবে?
Discussion about this post