কাতার ফুটবল বিশ্বকাপ আজই জাগ্রত দ্বারে। ফুটবল বিশ্বকাপ মানেই সারা দুনিয়া জুড়ে ওঠে তুফান। আর সেই তুফানের ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে বাংলার এক বৈদ্যুতিক সংস্থা। ভারতের পশ্চিমবঙ্গের এক সংস্থা বৈদ্যুতিক সরঞ্জাম পাঠিয়ে আলোয় আলোকিত করতে চলেছে কাতারের স্টেডিয়াম। আর এই ঘটনা ঘটতে চলেছে ভারতের ইতিহাসে প্রথমবার। সংস্থাটির নাম বিএমসি ইলেকট্রোপ্লাস্ট (BMC Electroplast)। যেটি অবস্থিত কলকাতার বেহালায়। বাঙালির কাছে এর চেয়ে গর্বের আর কি হতে পারে! বাঙালির আলোয় কাতার বিশ্বকাপ দেখবে সারা বিশ্ব।
কাতারের তাপমাত্রা যেন অস্বাভাবিকভাবে বেশি। তাই সেই তাপমাত্রাকে সামাল দিয়ে বিশ্বকাপের আয়োজন করা যেন একটা যুদ্ধ। আর বিএমসি ইলেকট্রোপ্লাস্টর এমন যন্ত্র রয়েছে যা চরম তাপমাত্রাকে টক্কর দিতে পারে। তাই এই দ্বায়িত্ব দেওয়া হয়েছে বাংলার এই সংস্থাটিকে। কাতারের আটটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপ। আর এই আটটি স্টেডিয়ামেই তাপমাত্রা কমানোর জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
বিএমসি সংস্থার কর্ণধার সপ্তর্ষি মিত্র এই প্রসঙ্গে জানিয়েছেন, বাংলার সংস্থার তৈরি যন্ত্র ফিফা বিশ্বকাপের মতো বড় পর্যায়ে জায়গা পেয়েছে, এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। কারণ এখনও পর্যন্ত ইংল্যান্ডের তৈরি জিনিস সবচেয়ে বেশি গ্রহণ করেছে ফিফা বিশ্বকাপ। এমনকি আমেরিকার মতো দেশের তৈরি জিনিসও বাতিল করেছে ফিফা কর্তারা। ফিফা বিশ্বকাপের মতো এত বড় উৎসবে কোনও কাজ পাওয়াই সহজ নয়। তবে বিএমসি ইলেক্ট্রোপ্লাস্ট বহু পরীক্ষা পার করে এই বিশাল দায়িত্বের ভার নিতে পেরেছে। এটা অবশ্যই আনন্দ এবং গর্বের। তবে এই কাজ সাফল্যের সাথে করতে পারাটাই এখন মূল লক্ষ্য।
Discussion about this post