ভালোবাসা প্রকাশ করতে কি কোনো দামী উপহার লাগে? নাকি লাগে শুধুই নিখাদ মন। ছোট্ট ছোট্ট খুশির মূহুর্ত। আর সেই মূহুর্তরাই চিরকাল গেঁথে থাকে গভীরে। যার মূল্য অর্থের বিচারে হয় না, হয় অনুভূতির মাপকাঠিতে। তেমনই এক মূহুর্তের চমৎকার আয়োজনে মুগ্ধ হলেন নেটিজেনরা। আর সেই ছবি ছড়িয়েও পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
সেদিন ছিল বাবার জন্মদিন। বাচ্চারা তো বেজায় খুশি। খুদেরা মিলে ঠিক করল জন্মদিন পালন হবে। তবে ছিল না টেবিল সাজানো কোন লোভনীয় কেক, আর না ছিল রঙবেরঙের বেলুন। আসলে শুধু সাধ থাকলেই তো হয় না। সাধ্যটাও থাকা চাই। কাজেই সেই না থাকা সাধ্যের মধ্যেই বাবার জন্মদিন পালনের আয়োজন করে ফেলল বাচ্চারা। প্লাস্টিকের পলিথিনে জলভরে টকটকে লাল কালিতে লিখে ফেলল ‘হ্যাপি বার্থডে পাপা’। আর সেগুলোই সাজিয়ে দিল বাঁশ অ্যাসবেস্টাসের ভাঙাচোরা ঘর জুড়ে। দোসর ছিল ডিমের ছোট্ট কেকও। পকেটে তাদের টাকা না থাকলেও রয়েছে আনন্দে বেঁচে থাকার অধিকার। হাসিমাখা মুখে সেটাই প্রমাণ করল তারা, নিজেদের অজান্তেই।
এসব আয়োজনে ওদের বাবা কতটা অবাক হয়েছেন তা জানা নেই। তবে এই দৃশ্য দেখে নেট দুনিয়ার প্রায় সবাই অবাক। এই অভিনব চিন্তার প্রকাশে আবেগে ভাসছে প্রত্যেকেই। এমন চিন্তা হয়ত তখনই আসে যখন ভালোবাসা হয় নির্মল ও নিষ্পাপ। সুখ খুঁজতে সত্যিই কোনো ফাইভ স্টার হোটেলে যেতে হয় না। ফুটিফাটা ছাদেও নির্দ্বিধায় তার সন্ধান মেলে। এমন কড়া শিক্ষাই দিল সমাজকে তারা।
Discussion about this post