স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে বাচিক শিল্পী শ্রেয়সীর নতুন উপস্থাপনা ‘ভারতবর্ষ’। আগামী ১৪ আগস্ট, শুক্রবার মুক্তির প্রহর চাক্ষুষ করছে কবি দেবেশ ঠাকুরের এই কবিতা নিয়ে করা ভিডিও উপস্থাপনাটি। বর্তমান পরিস্থিতির কারণে শুধুমাত্র অনলাইনেই ঘটছে এই অ্যালবামের প্রকাশ। কবিতার নতুন উপস্থাপনাটিকেই দেশবাসীর কাছে স্বাধীনতা দিবসের উপহার হিসাবে তুলে ধরতে ইচ্ছুক শ্রেয়সী।
অ্যালবামটির পথ চলার সঙ্গী হিসাবে যুক্ত হয়েছে এর অফিসিয়াল মিডিয়া পার্টনার, ‘ডেইলি নিউজ রিল’। একান্ত আলাপচারিতায় শ্রেয়সীর বক্তব্য, “এটি আমার প্রথম অ্যালবাম রিলিজ। খুবই ভালো লাগছে এবং আনন্দও হচ্ছে। বিশেষত ১৫ আগস্টের প্রাক্কালে এরকম একটি বিশেষ দিনে কাজটির মুক্তি তার আনন্দকে দ্বিগুণ করে তুলেছে।” অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে পাশে থাকার জন্য ‘ডেইলি নিউজ রিল’কে কৃতজ্ঞতাও জানান তিনি। এছাড়াও এই অ্যালবামটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন; যাঁদের সাহায্য বা পরিশ্রম ছাড়া কখনোই এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হতো না, তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন শ্রেয়সী।
বর্তমান পরিস্থিতিতে কোনও স্থানেই স্বাধীনতা দিবসের কোনও জমকালো অনুষ্ঠান পালিত হওয়া সম্ভব হচ্ছে না৷ এই পরিস্থিতির চাপে হাঁফিয়ে ওঠা মানুষের কাছে একরাশ তাজা বাতাস হয়ে উঠুক এই অ্যালবাম, এমনটাই আশা রাখছেন শ্রেয়সী। আরও দীর্ঘ হোক তাঁর এই পথ চলা। শ্রেয়সীর এই চলার পথকে লক্ষ-কোটি কিলোমিটারের শুভেচ্ছা জানাচ্ছে ‘ডেইলি নিউজ রিল’।
Discussion about this post