এপ্রিল শেষে দরজায় কড়া নাড়ছে মে। সূর্যের চোখ রাঙানিতে গোটা বাংলার এখন ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’র মত অবস্থা। মাঝে মধ্যে বৃষ্টির টি-টোয়েন্টি ইনিংস মন ভরাতে ব্যর্থ। এই হাসফাঁসানি গরমে ঘুরতে যাওয়ার একমাত্র ঠিকানা উত্তরবঙ্গ ছাড়া ভাবাই যায় না। তাছাড়া কংক্রিটের শহর থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে শান্ত-নিরিবিলি পরিবেশ দিতে উত্তরবঙ্গ কখনই আমাদের হতাশ করে না। আর এখন সোশ্যাল মিডিয়া তো রয়েইছে! যার দৌলতে নানান অফবিট জায়গাগুলোও দিনে দিনে বেশ বিখ্যাত হয়ে উঠছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত সবুজ পাহাড়ে ঘেরা তেমনই একটা ছোট্ট গ্রাম হল কালিম্পংয়ের ভালুকহোপ। আনাচে কানাচে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া অফবিট জায়গাগুলোর মধ্যে নিঃসন্দেহে অন্যতম একটি হল এই গ্রাম।
ছবি – Nomadic Weekends
নির্জন নিরিবিলি পরিবেশের সঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছে সেখানকার সহজ সরল মানুষদের নিখাদ আতিথেয়তা। তবে কমতি নেই ঘোরার জায়গারও। হাতে দু- তিন দিন সময় থাকলে প্রথম দিন পায়ে হেঁটেই একটা ছোট্ট সফর করতে পারেন গ্রামের চারপাশটা। প্রকৃতির অনন্য সাধারণ সৌন্দর্য্য এক নিমেষেই ভুলিয়ে দেবে পায়ে হাঁটার সমস্ত ক্লান্তি। গ্রাম থেকে ৮-১০ কিমি-র দূরত্বে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যেমন ডেলো পার্ক। ডেলো পাহাড়ের উপর থেকে বর্তমানে স্কাই ড্রাইভিং রাইড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও হনুমান মন্দির, বুদ্ধ মূর্তি, গুরু পদ্মসম্ভবের মূর্তি– এসব তো রয়েছেই। এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে কমবেশি শৌখিনতার ছোঁয়া। লাল, নীল, সবুজ, বেগুনি রঙের পাহাড়ি ফুলে সাজানো প্রতিটি বাড়ি। ঘুরতে গিয়ে কেনাকাটা তো করতেই হবে। সামনেই রয়েছে কালিম্পং বাজার।
ছবি – Nomadic Weekends
কীভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কালিম্পং যাওয়ার গাড়ি তো পেয়েই যাবেন। সেখানে এক রাত কাটিয়ে বেরিয়ে পড়তে পারেন এই গ্রামের উদ্দেশ্যে। অথবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোজা ভালুকহোপ গ্রামে যাওয়ার গাড়িও খুঁজলে পেয়ে যাবেন অবশ্যই। এই গ্রামে পর্যটকদের থাকার সুবিধের জন্য বেশ কয়েকটি হোম স্টে রয়েছে। তাদের আতিথেয়তারও কোনো তুলনাই হয় না। এছাড়াও গ্রামটিকে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তৈরি হয়েছে ভালুকহোপ ইকো রিসর্ট। শীতকালে তো বটেই, তাছাড়াও বছরের যেকোনো সময়ই পরিবারের সদস্যের সঙ্গে বা বন্ধুবান্ধব মিলে ঘুরে আসার জন্য এক কথায় এই গ্রামটি ভ্রমণবিলাসীদের জন্য স্বর্গ।
প্রচ্ছদ চিত্র ঋণ – WhatsHot Kolkata
Discussion about this post