আশির দশকে তৈরি হল বাংলাদেশের এই ব্যান্ড। প্রথমে তারা গাইত শুধুই ইংরেজি গান। তারপর আস্তে আস্তে ঢোকা গেল বাংলায়। বাংলায় বসে বাংলা গান না গাইলে হবে কেমন করে? ফলে লেখা হল ‘নীলা’, লেখা হল ‘চাঁদ তারা সূর্য’, লেখা হল ‘জ্বালা জ্বালা’। আর লেখা হল ‘ফিরিয়ে দাও’। সারা আশির দশক আর নব্বই দশক জুড়ে যে গানটি ছোট বড় সকলকে মাতিয়ে রাখল, মাতিয়ে রাখল যে গলা, সেই গলার মালিক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সম্প্রতি। মারা গেলেন ‘মাইলস’এর মূল গায়ক শাফিন আহমেদ।
শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তাঁর মা ছিলেন কিংবদন্তী নজরুলসঙ্গীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা ছিলেন সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। কলকাতায় ১৯৬৭ সালে জন্মের সময় তাঁর নাম ছিল মনোজিৎ দাশগুপ্ত। ঢাকাতে এসে তাঁর নাম পরিবর্তন করে রাখা হয় শাফিন। ব্রিটেনে পড়াশুনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন শাফিন এবং শুরু করেন ব্যান্ড সঙ্গীত। দেশে ফিরে ১৯৭৯ তিনি গড়ে তোলেন মাইলস ব্যান্ড। ১৯৮৬ সালে মাইলসের প্রথম মৌলিক গান ‘স্টেপ ফাদার’ বাজারে আসে। এরপর ১৯৯১ সালে রিলিজ হয় তাদের প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’।
লাকী আখান্দ, আইয়ুব বাচ্চুদের মতো কিংবদন্তিদের নামের সঙ্গেই উচ্চারিত হয় শাফিন আহমেদের নাম। ২৫ জুলাই সকাল ৬টা ৫০ মিনিটে শাফিন আহমেদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কনসার্টে অংশ নিয়ে সম্প্রতি মার্কিন মুলুকে গিয়েছিলেন শাফিন। কিন্তু ২০ জুলাই ভার্জিনিয়ায় শো করবার আগেই অসুস্থ হয়ে পড়েন। বাতিল হয় অনুষ্ঠান। ওই দিনই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর মাল্টি অর্গ্যান ফেলিওরের শিকার হন শাফিন, দেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুর খবরে বাংলাদেশসহ সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।
Discussion about this post