আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আগোরা’র ২০২০ সালের কিস থিমের সেরা পুরস্কারটি জিতলেন বাংলাদেশের আলোকচিত্রী। স্পেনের বার্সেলোনায় ’আগোরা’ প্রতি বছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে।প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল চুম্বন। সারা পৃথিবী থেকে কয়েক হাজার ছবি জমা পরে। সেখান থেকেই বিচারক মন্ডলী সেরা পঞ্চাশটি ছবি নির্বাচন করেন। বিচারকদের নির্বাচিত সেই পঞ্চাশটি ছবি ছেড়ে দেওয়া হয় অনলাইন ভোটের জন্য। সেখান থেকে আলোকচিত্রীদের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চুড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে এসেই বাজিমাত করেন শাহেদ আহমেদ। তাঁর ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।
সেরা পুরস্কার বিজয়ী আলোকচিত্রীকে আগোরা দিয়ে থাকে ‘হিরো’ উপাধি এবং ১ হাজার ডলার। তাছাড়াও সঙ্গে থাকে সনদপত্র সহ আরও নানান পুরস্কার। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি বাগানে দুটি কাঠ-শালিকের খুনশুটির ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কারটি জিতলেন শাহেদ। তিনি এই পুরস্কারটি অর্জন করায় দেশের বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। শাহেদ তাঁর প্রতিক্রিয়ায় জানান, এই পুরস্কার শুধু আমার একার না, এটা আমার দেশের সকল ভালবাসার মানুষদের জন্য।
প্রতিবেদক মোঃ নাসির উদ্দিন রাসেল
Discussion about this post