সাল ২০২০। একের পর এক মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে করোনাকালীন মহামারী পরিস্থিতিতে। এর মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে এল একটি গ্রহাণু। আয়তনে এটি মিশরের গিজা পিরামিডের প্রায় দ্বিগুণ। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা জানিয়েছিল, মিশরের গিজার বিখ্যাত পিরামিডের দ্বিগুণ বড় একটি গ্রহাণু রবিবার (৬ সেপ্টেম্বর) পৃথিবীর গা ঘেঁষে চলে যাবে। গ্রহাণুটির নাম ৪৬৫৮২৪ (২০১০এফআর)। নাসা আরও জানিয়েছে গ্রহাণুটি প্রায় ১২০-২৭০ মিটার ব্যাসের আর উচ্চতা প্রায় ৮৮৬ মিটার।
নাসার ‘সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ’-এর (সিএনইওএস) মতে, গ্রহাণুটি যথেষ্ট আকারের হলেও এটি পৃথিবীর পৃষ্ঠে আঘাত করবে না। একটি টুইটার পোস্টে ‘নাসা অ্যাস্টেরইয়েড ওয়াচ’ বলেছিল, গ্রহাণু ২০১০ এফআরের পৃথিবীতে আঘাত হানার সুযোগই নেই। আর তাই পৃথিবী থেকে ৪৬ লক্ষ মাইল দূর দিয়ে চলে গেল গ্রহাণুটি। সহজভাবে বললে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের ১৯ গুণের বেশি দূর দিয়ে গেল এটি।
নাসা গ্রহাণু 465824 (2010 এফআর)কে অ্যাপোলো গ্রহাণু হিসাবে শ্রেণীবদ্ধ করেছে কারণ এটি পৃথিবীর কক্ষপথ অতিক্রম করবে। ঘন্টায় ৩১ হাজার ৪০০ মাইল গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছিল গ্রহাণুটি। এই গ্রহাণুটি প্রথম ১৮ মার্চ, ২০১০ সালে ক্যাটালিনা স্কাই সার্ভে (সিএসএস) চিহ্নিত করে।
Discussion about this post