ভারতে প্রথমবার আটটি পূর্ণবয়স্ক এশিয়াটিক সিংহ আক্রান্ত হল করোনা ভাইরাসে। হায়দ্রাবাদের নেহেরু জুলজিক্যাল পার্কের এই ঘটনা সামনে এল। গত ২৪ এপ্রিল চিড়িয়াখানা কর্মীরা সিংহগুলির সর্দি-কাশির পাশাপাশি লক্ষ্য করেন তাদের খিদে একেবারেই নেই। সোয়াপ টেস্টের মাধ্যমে তড়িঘড়ি নমুনা সংগ্রহ করা হয়। দেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর সেলুলার এবং মলিকিউলার বায়োলজি’ (সিসিএমবি) বন দফতরকে জানিয়েছে, প্রাথমিক আরটি-পিসিআর টেস্টে আক্রান্ত সিংহের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও পুরোপুরি ১০০% নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে। সেই সঙ্গে জিনগত পরীক্ষায় তদন্ত করে দেখা হবে, এই স্ট্রেইন মানুষের থেকে ওই আট সিংহের দেহে ধুকেছে কিনা।
ফুসফুসে কতোটা প্রদাহ সৃষ্টি হয়েছে তা জানার জন্য ইতিমধ্যেই সিটি স্ক্যানের নিরদেশ দেওয়া হয়েছে। যদিও চিরিয়াখানা কর্তৃপক্ষ সরাসরি এই নিয়ে মুখ খোলেনি। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত চার পুরুষ সিংহ এবং ৪ সিংহীর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক নয়। তবে ৪০ একর আয়তনের বড় চিড়িয়াখানায় তাদের আলাদা ভাবে রাখা হয়েছে। এই মুহূর্তে দর্শকদের জন্য বন্ধ রয়েছে নেহেরু জুলজিক্যাল পার্ক। শেষ খবর পাওয়া পর্যন্ত চিড়িয়াখানার অন্ততঃ ২৫ জোন কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।
Discussion about this post