ফাগুন লেগেছে বনে বনে।তবে শুধু বনে নয়, বসন্তের রঙ লেগেছে আমার আপনার সবার মনে, আর ওদেরও মনে। ওরা কেউ ঠিক ভাবে হাঁটতে পারে না, কেউ বা পারেনা গুছিয়ে কথা বলতে। কারোর বা প্রকাশের ভাষা ইশারা। রঙের উৎসবের দিনে ওরাও যে পারে সেটাই আরও একবার দেখিয়ে দিল। দোল উপলক্ষ্যে হুগলির হিন্দমোটরের ‘আশ্রয়’ এই সব বিশেষ ভাবে সক্ষম ছেলেমেয়েদের নিয়ে আয়োজন করেছিল নাচ,গান, সহযোগে এক বিশেষ রঙের উৎসবের। অক্ষমতাকে জয় করে ওরা কিন্তু দেখিয়ে দিল ওদের প্রতিভা। আর তার সঙ্গেই মাতলো রঙের খেলায়। এরা প্রত্যেকেই হুগলীর ‘আশ্রয়’র পড়ুয়া।
সারা বছর এখানে পড়াশুনার পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করে গড়ে তোলার চেষ্টা করা হয়। বর্তমানে ৩৮ জন পড়ুয়া এই বিদ্যালয়ে পাঠরত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা কর্ণধার তরুন দাশগুপ্ত জানান, নানান শারিরীক প্রতিকূলতা সত্ত্বেও এই ছেলে মেয়েরা এগিয়ে চলছে। নানান ধরনের হাতের কাজ যেমন মশলা তৈরি ইত্যাদির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে এইসব শিশুদের স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের একাংশ নিজেরাও বিশেষভাবে সক্ষম শিশুদের অভিভাবক। তিনি আরও বলেন, এই সব শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার সমাজ ও পরিবার সচেতনতা।
প্রতিবেদক – জিৎ চট্টোপাধ্যায় ও শ্রেয়সী দে
Discussion about this post