একটি সাদা-কালো পুরনো ফোটোগ্রাফ। ছবিটিতে দেখা যাচ্ছে একটি বড় ফুটবল মাঠ। মাঠে সারিবদ্ধ খেলোয়াড়েরা রোমান স্যালুট জানানোর ভঙ্গিতে হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন। বাদ শুধুমাত্র একজন। ছবির বাঁ দিক থেকে দ্বিতীয়জন খেলোয়াড়ের দুই হাত টান টান হয়ে আছে দুই পাশে। তিনি ইতালিয়ান ফুটবল খেলোয়াড় ব্রুনো নেরি। তাঁর সতীর্থরা ফ্যাসিস্ট সরকারকে রোমান স্যালুট করে অভিবাদন জানালেও, তিনি ছিলেন ব্যতিক্রম।
১৯১০ সালে, ইতালীর টাস্কানিতে ব্রুনো নেরি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর ছোটবেলা নিয়ে বিশদে জানা না গেলেও, ষোলো বছর বয়স থেকে ব্রুনো ফুটবল খেলা শুরু করেছিলেন। খেলেছেন ফিওরেন্টিনা, ফায়েঞ্জা, তোরিনোর মত ক্লাবে। ফুটবলের মাঠে তিনি ছিলেন চোখে পড়ার মতো একজন মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে তিনটি কাপ ছিল তাঁর দখলে। ফুটবল মাঠের বাইরেও তাঁর ভাবনা চিন্তার গতিবিধি ছিল সাধারণের থেকে আলাদা। গতেবাঁধা প্রশিক্ষণ, বাঁধাধরা নিয়ম, রোবোটের মত পছন্দ-অপছন্দ জলাঞ্জলি দেওয়া ইত্যাদি নিয়ে একজন খেলোয়াড়ের জীবন বলতে আমরা যা বুঝি, সেসবের বদলে ব্রুনো ছিলেন শিল্পের অনুরাগী। তাঁর বন্ধুবান্ধবরা ছিলেন কবি, চিত্রকর। তিনি ছিলেন রাজনৈতিকভাবে সচেতন। মুসোলিনির রাজনৈতিক নীতির বিরুদ্ধে বহুবার কথা বলতে দেখা যেত তাঁকে।
১৯৩১ সালে ফ্লোরেন্সের একটি স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত ছিলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার জিওভানি বার্তা। স্টেডিয়ামের নামটিও হওয়ার কথা জিওভানি বার্তার নামেই। খেলা শুরুর আগে আজুরিরা সকলেই ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্যে স্যালুট করলেও ব্রুনো কিন্তু অভিবাদন জানান নি। এই ঘটনা সারা ফেলে দিয়েছিল সমাজের বিভিন্ন মহলে। আজও সম্ভবত অন্যতম আইকনিক এবং সাহসী চরিত্র হিসেবে ব্রুনো নেরির নাম উঠে আসে ইতালীর ফুটবল খেলার ইতিহাসে।
ব্রুনো নেরি শেষবারের মতো ফুটবল খেলেছিলেন ১৯৪৪ সালে। খেলেছিলেন আলতা ইতালিয়া চ্যাম্পিয়নশিপে, ফায়েঞ্জার হয়ে। এর কিছু সপ্তাহ পরেই তাঁকে হত্যা করা হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র তেত্রিশ। তিনি খুন হন জার্মান বাহিনীর হাতে, পাহাড়ি পথে, অতর্কিতে। পরবর্তীকালে, তাঁর স্মৃতিতে স্থাপিত হয়েছে স্মারক ফলক। তৈরি হয়েছে গান। ব্রুনো নেরি মেরুদন্ডহীন, ভীতু, মৃত মানুষের ভিড়ের ভিতর থেকে মাথা তুলে দাঁড়িয়েছিলেন। মতাদর্শ প্রকাশে তিনি ভয় পাননি। তিরিশের দশকের ইতালিতে তাঁর সেই সাহসিকতা, সেই অনুপ্রেরণা আজও বিশ্বের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক।
Discussion about this post