ধরুন কোনো একদিন হঠাৎ করেই আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে মেসেজ পেলেন। মেসেজ যিনি পাঠিয়েছেন তিনি এক সুন্দরী নারী। এরপর কথা চলতে থাকে এবং হঠাৎই সে আপনাকে ভিডিও চ্যাটের প্রস্তাব দেয়। কী করবেন ভাবছেন?
বাংলায় নতুন এক স্ক্যাম হানা দিয়েছে। সেক্সটর্সন নাম এর। সুন্দরী লাস্যময়ী নারীরাই এই প্রতারণার মূল ফাঁদ। এই ফাঁদে পা দেওয়ার পর শুরু হয় ব্ল্যাকমেলের পালা। এক নয় বরং একাধিক মানুষ এই স্ক্যামের শিকার হয়েছেন। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে নজর রেখে টার্গেট বাছাই করে তার ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর জোগাড় করা হয়। এরপর টার্গেটকে নোংরা প্রস্তাব দেয় তারা। আসল সমস্যা যদিও তারপরেই শুরু। সেই ভিডিও কলের পরেই এই স্ক্যামার দল শুরু করে মূল প্রতারণা। কিন্তু নিজের বিচারবুদ্ধি কাজে লাগিয়ে এই ফাঁদ এড়িয়ে যাওয়া যায়।
শহরের এক নিউজ পোর্টালের কর্মকর্তার সাথেও হতে চলেছিল এক ঘটনা। প্রথমে মেসেজে আসে নোংরা কিছু প্রস্তাব। কিন্তু নিজের বিচার বিবেচনা কাজে লাগিয়ে চ্যাটগুলির স্ক্রিনশট সহ কলকাতা পুলিশকে সবটাই জানান তিনি। আশা করা যায় ওনার মতো আরো কিছু মানুষের থেকে সঠিক তথ্যের সাহায্যে পুলিশ এই স্ক্যামার গ্রুপের হদিশ খুঁজে বের করবেন।
Discussion about this post