দরজায় কড়া নাড়ছে আমাদের প্রাণের পার্বণ, প্রেমের উৎসব দোল। আনন্দে মাতোয়ারা হয়ে বাঁধনহীন উচ্ছ্বাসে মাতবো আমরা। কিন্তু এই বাঁধনহারা উদযাপন আমাদেরই প্রিয় পোষ্য অথবা রাস্তার প্রাণীদের জীবনে ডেকে আনতেই পারে অন্ধকার। কোনও অবস্থাতেই তাদের শরীরে দেওয়া যাবেনা রঙ, এমনকি আবিরও। এমন কথাই বলছেন পশু-চিকিৎসকরা।
‘ডেইলি নিউজ রিল’এর তরফে আমাদের সঙ্গে কথা বললেন পশু চিকিৎসক পিনাকী দাস। তার বক্তব্য, মানুষের ত্বক আর পশুদের ত্বকের গঠন কোনভাবেই এক নয়। পশুদের ত্বক অনেকটাই পাতলা এবং সংবেদনশীল। কাজেই তার কথায় বাজার চলতি রঙ বা আবির তাদের গায়ে দেওয়া হলে অবলা প্রাণীদের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। আমাদের রঙের কারণে ত্বকের সমস্যা হলে আমরা বুঝতে পেরে ডাক্তার দেখাই। পশুদের পক্ষে সেটি সম্ভব নয়। পিনাকী বাবু আরও জানালেন, ভেষজ আবির দেওয়াও উচিৎ নয়, কারণ সেটি দেওয়ার যে পরিমাণ তার বিন্দুমাত্র হেরফের ডেকে আনবে পশুদের বিপদ। তাহলে উপায়? আমাদের প্রশ্নের উত্তরে ডাঃ পিনাকী দাস বলেন বহু জায়গায় শুধুমাত্র ফুল দিয়েই হয় রঙের উৎসব। একমাত্র এই উপাদানটিই নিরাপদ রাখবে পথ-পশু কিংবা আপনার পোষ্যকে।
Discussion about this post