শুধু বাংলার না বরং দেশের নাম বিশ্বসভায় উজ্জ্বল করে দেশে ফিরল আসানসোলের অভিনব। মাত্র ১৪ বছর বয়সী অভিনব ১১ মে জার্মানিতে আইএসএসএফের জুনিয়র ১০ মিটার এয়ার রাইফেল শুটিং প্রতিযোগিতায় ভারতকে রূপো জিতিয়েছে। ফাইনালে তার স্কোর ছিল ২৬০.৯, দশম শ্রেণীর অভিনব তার বিভাগের প্রতিযোগীদের মধ্যে ছিল কনিষ্ঠতম। বিশ্ব জুনিয়র শ্যুটিং প্রতিযোগিতায় এই প্রথমবার অংশ নিয়েছে অভিনব।
যেই বছর অভিনব জন্মায় সেই বছর অভিনব বিন্দ্রা অলিম্পিকে দেশের জন্য সোনা আনেন। বাবা রূপেশ শা নবজাতকের নাম তখনই ঠিক করে নেন। আর্থিকভাবে সক্ষমতা না থাকায় নিজের স্বপ্নপূরণ হয় নি তাই ছেলেকে নিজের সবটুকু দিয়ে তৈরি করেছেন মিঃ শা। ছোট থেকেই অভিনবকে তার লক্ষ্যে স্থির রেখে প্রস্তুত করা হয়েছে। মাত্র ১০ বছর বয়সে ২০১৯ সালে পুনেতে ইন্ডিয়া ইউথ গেমস শ্যুটিংয়ের জন্য সোনা জেতে অভিনব। এছাড়াও তার নিজের রাজ্যে বাংলায় ৫১ তম স্টেট শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে অনূর্দ্ধ ১৮ এবং ২১ বিভাগে একটি রৌপ্য ও দুটি স্বর্ণ পদক আনে। ৩৯৫/৪০০ স্কোর করে এক নতুন রেকর্ড তৈরি করে অভিনব।
দেশের নাম উজ্জ্বল করে বাড়ি ফেরার দিন আসানসোল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশন ও আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা। স্টেশন চত্বরেই তাকে সংবর্ধনা দেওয়া হয়। আর মাত্র কয়কটা দিন বাড়িতে কাটিয়ে দিল্লি রওনা দেবে অভিনব। ৮ জুন থেকে দিল্লিতে যুব গেমসে ফের পদকের হাতছানি তাঁর জন্য।
Discussion about this post