সম্প্রতি একটি আন্তর্জাতিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ‘গ্লোবাল অ্যাচিভারস্ অ্যাওয়ার্ডস্ 2021’-এর বিজয়ীদের নাম। প্রতি বছর এই পুরস্কারের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি, ব্যবসা, বিনোদন, শিল্প সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সবচেয়ে প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের সম্মান জানানো হয়ে থাকে। সেই তালিকাতেই এ বছর বারাক ওবামা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দীপিকা পাড়ুকোনদের পাশাপাশি জায়গা করে নিল শহর কলকাতার মিউজিক ব্যান্ড ‘আ ডট ইন দ্য স্কাই’!
আরও পড়ুন ঠিক যেন সাধারণ মানুষের রোজকার গল্প! মুক্তি পেল লকডাউনে বদলানো সময়ের উপাখ্যান ‘Change’
২০২১ সালেই পাঁচ বছর পূর্ণ করেছে বাংলার প্রথম পোস্ট-রক অ্যাম্বিয়েন্ট ব্যান্ড ‘আ ডট ইন দ্য স্কাই’। ‘পোস্ট-রক অ্যাম্বিয়েন্ট’ মূলত রক মিউজিকেরই একটি পরীক্ষামূলক রূপ। বিদেশেই এই ধারার চল বেশী। এতে কণ্ঠের পাশাপাশিই থাকে যান্ত্রিক সুরের মোহ – আর দুইয়ে মিলে শ্রোতাদের যেন আচ্ছন্ন করে তোলে! ব্যান্ডের নামকরণেও রয়েছে এই অনুভূতির ছোঁয়া। বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষাতেও কাজ করে এই ব্যান্ড। বর্তমানে এই ব্যান্ডের সদস্য সংখ্যা পাঁচ। সুদীপ্ত পাল এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা, প্রযোজক হওয়ার পাশাপাশি গান লেখেন ও কী বোর্ড বাজান। ড্রাম বাজান দীপায়ন চক্রবর্তী। শুভজিৎ গোস্বামী গীটার বাজান। বেস গীটারে আছেন সৌত্রিক বন্দ্যোপাধ্যায়। আর নিজের সুরেলা কণ্ঠে এই অন্যধরণের সাউন্ডস্কেপকে পূর্ণতা দেন অ্যানি আহমেদ!
এই ব্যান্ড ইতিমধ্যেই জিতে নিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বেশ কিছু সম্মান। মুকুটে নতুন পালক এই গ্লোবাল অ্যাচিভারস্ অ্যাওয়ার্ড! ‘সর্বশ্রেষ্ঠ উঠতি ব্যান্ড’ হিসেবেই এই পুরস্কার জিতে নিয়েছেন শিল্পীরা। খবরটি পাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁরা! বিশ্বজয়ের সেই উচ্ছ্বাস ‘ডেইলি নিউজ রিল’-এর সাথেও কিছুটা ভাগ করে নিয়েছেন শিল্পী অ্যানি আহমেদ। তাঁর কথায়, “এক বান্ধবীর উদ্যোগেই আমরা নমিনেশন ফাইল করি। এখনও সবটা অবিশ্বাস্য লাগছে! এর আগেও আমাদের অরিজিনাল ‘অনেক দূর’ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। প্যান্ডেমিক নিয়ে লেখা ‘চেঞ্জ’ প্রশংসা পেয়েছে ‘রোলিং স্টোন ইন্ডিয়া’র মত প্ল্যাটফর্মে। কিছুটা আত্মবিশ্বাস তো এরপর বেড়েছেই! তাই এবার খুব তাড়াতাড়িই আমাদের প্রথম অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করছি।”
Discussion about this post