বর্তমান পৃথিবীতে মানুষই হল সবচেয়ে উন্নত ও প্রভাবশালী প্রাণী। কিন্তু বর্তমান পর্যায়ের মানুষ একদিনেই আসেনি। এই বিবর্তনের প্রতিটি ধাপেই ছিল পরিবর্তন। সম্প্রতি আমাদের পূর্বপুরুষ বানর থেকে বর্তমান মানুষে বিবর্তনের একটি পর্যায়ের সন্ধান মিলেছে উত্তর-পূর্ব চায়নার হারবিন নামক একটি অঞ্চলে।
১৯৩৩ সালে মাংখুয়া ন্যাশনাল রেলওয়ের জন্য ডংজিয়াং ব্রিজ নির্মাণের সময় স্থানীয়রা সাংহুয়া নদীর তীরে কাদার মধ্যে একটি বিশালাকায় মাথার খুলিরসন্ধান পায়। ওটিকে একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে লুকিয়ে রাখেন তাঁরা। সেই সময়ের যুদ্ধকালীন উত্তাল পরিবেশে এটিকে প্রকাশ্যে আনা হয়নি। প্রায় ৯০ বছর পরে, ‘দ্য ইনোভেশন’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায় এই বৃহদাকায় মানব সদৃশ্য খুলিটি একটি নতুন মানব প্রজাতির প্রতিনিধি যা ১৪৬০০০ বছর আগে পূর্ব এশিয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করত। পরবর্তীতে একে হোমো লঙ্গি বা ড্রাগন ম্যান নামে চিহ্ণিত করা হয়। খুলিটিকে বিজ্ঞানীরা বর্ণনা করতে গিয়ে বলেছেন, এটিকে অনেকটা মিডিল প্লিস্টোসিন যুগের চিনাদের মত দেখতে। বড় ও লম্বাটে খুলি, সুদৃঢ় ভুরু রেখা, চওড়া চক্ষু কোটর এবং চ্যাপ্টা ও বিশালাকায় মুখাকৃতি নিয়ে গঠিত ছিল এদের মুখমন্ডল।মস্তিস্কের আয়তন ছিল ১৪২০ সি.সি. যা আমাদের মস্তিস্কের আয়তন থেকে একটু বেশি।
২০২১ সালে, চীনা ভূ-তাত্ত্বিক শাও কিংফেং এই মাথার খুলি ও ডংজিয়াং ব্রিজের আশেপাশে পাওয়া বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্মকে বিশ্লেষণ করে জানতে পারেন আশ্চর্য তথ্য। আশেপাশে থেকে পাওয়া বিভিন্ন জীবাশ্ম সম্ভবত প্রায় একই সমসাময়িক এবং এরা একই অঞ্চলে বসবাস করত যা বর্তমান ডংজিয়ান পৃষ্ঠের ১২ মিটার (৩৯ ফুট) নীচে স্তরে ছিল। উঁচু হুয়াংশান গঠনের সমসাময়িক যা ৩০৯ থেকে ১৩৮ হাজার বছর আগে তৈরি হয়েছিল। এই অনবদ্য আবিষ্কারটি হোমো সেপিয়েন্স বা বর্তমান মানুষের বিবর্তনের নতুন জট খুলে দিল। যদি ‘ড্রাগন ম্যান’ প্রকৃতপক্ষে একটি নতুন প্রজাতি হয়, তাহলে এটি আমাদের প্রাচীন পূর্বপুরুষ হোমো ইরেক্টাস এবং আমাদের মধ্যে ব্যবধান দূর করতে সাহায্য করবে। এই নতুন নতুন আবিষ্কার গুলো বিভিন্ন মানব প্রজাতি কীভাবে সম্পর্কিত? আমাদের পৃথিবীতে আবির্ভাব এবং কোন প্রজাতি আমাদের নিকটবর্তী পূর্বপুরুষ এসব জটিল রহস্যগুলোর সমাধানে সাহায্য করবে।
প্রচ্ছদ চিত্র ঋণ – https://gizmodo.com/
Discussion about this post