দু-দুটো বিশ্বযুদ্ধ নিজের চোখের সামনে দেখেছিলেন তিনি। অবশেষে দেখলেন দু’খানা মহামারীও! ইনি কাটিয়ে উঠেছিলেন স্প্যানিশ ফ্লুর মত মহামারীও। এখন বয়স ১০১। এবার করোনার মত ব্যধির হাত থেকেও বেঁচে বাড়ি ফিরলেন তিনি। ‘মিস্টার পি’ নামক ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে উত্তর-পূর্ব ইতালির রিমিনি শহরের হাসপাতালে ভর্তি হন। ইতিমধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, রিমিনি শহরের মেয়র গ্লোরিয়া লিসি।
মেয়র লিসি আরও জানিয়েছেন, এটি সত্যিই একটি অভূতপূর্ব ঘটনা। মিস্টার পি এক শতাব্দী আগে স্প্যানিশ ফ্লুর সময়ে বেড়ে ওঠেন। সেই সময়ে তিনি তৎকালীন সেই মারণ রোগে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে ওঠেন। প্রথম ও দ্বিতীয় দুটি বিশ্বযুদ্ধেরও সাক্ষী তিনি। গত সপ্তাহে হঠাৎ করেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁকে নিয়েই সব থেকে বেশি চিন্তিত ছিলেন তাঁর চিকিৎসক আর স্বাস্থ্য কর্মীরা। শেষমেশ করোনাকে হেলায় হারিয়ে দেন তিনি। এখন তিনিই ইতালির সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। যদিও বয়স্ক ব্যক্তিটির সুস্থ হয়ে ওঠা এই মূহুর্তে দূর্লভ একটি ঘটনা। তবুও তাঁর সুস্থতাকে ঘিরেই আশা দেখছে সমগ্র ইতালিবাসী।
Discussion about this post