এবারের টোকিও অলিম্পিকেরই কথা। পুরুষদের হাই জাম্প বিভাগে মুখোমুখি ইতালির জিয়ানমার্কো ট্যাম্বেরি আর কাতারের মুতাজ এশা বারসিম। দুজনেই ২.৩৭ মিটার করে লাফিয়েছেন। টাই ভাঙতে অফিশিয়ালরা আরও তিনবার করে লাফানোর সুযোগ দিলেও তাঁরা কেউই ২.৩৭ মিটারের বেশি লাফাতে পারেননি। আর একবার করে সুযোগ দেওয়া হলো। কিন্তু ট্যাম্বেরির পায়ে ততক্ষণে এমন একটা চোট লেগে গেছে যে তিনি উইথড্র করতে বাধ্য। বারশিমের সামনে তখন একাই সোনা জেতার সোনালী মুহূর্তের হাতছানি।
বারশিম সোজা এগিয়ে গেলেন, অফিশিয়ালদের জিজ্ঞাসা করলেন, তিনিও এখন উইথড্র করলে সোনা দুজনকেই দেওয়া হবে কিনা। অফিশিয়াল বললেন, হ্যাঁ। বারশিম উইথড্র করলেন। তাঁরা দুজনেই সোনা পেলেন যৌথভাবে। আমরা অনেকেই হয়তো অলিম্পিক খুব খুঁটিয়ে দেখি না। অনেক খেলার টেকনিক্যাল নিয়মনীতি তো দূর, ন্যূনতম ধারণাও নেই। কিন্তু খেলার মাঠের উন্মুক্ত আকাশে সব সীমানাগুলো ভেঙে এমন এমন সব ঝকঝকে রামধনু ওঠে, যে চোখ ফেরানো যায় না। ধর্ম, কাঁটাতার, গায়ের রং- এসবের বাধা পেরিয়ে জীবনের জয়গান শোনা যায় এই আশাহীন, স্বপ্নহীন, প্রেমহীন সময়েও।
প্রতিবেদক সায়ন চক্রবর্তী
Discussion about this post