একজন ব্যাডমিন্টন সিঙ্গেলসে ভারতের হয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ অর্জন করেছেন, আর অন্যজন ১৩০ কোটি ভারতবাসীকে এখনো বক্সিংয়ে সোনার স্বপ্ন দেখিয়ে চলেছেন। কথা হচ্ছে পি ভি সিন্ধু এবং লাভলিনা বরগোহাঁইকে নিয়ে। এই দুইজনই তাবড় তাবড় প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের পদক নিশ্চিত করেছেন। অথচ গুগল সার্চ লিস্ট কিন্তু আমাদের অন্য কথা বলছে। আমাদের আলোচনা হওয়া উচিত দুজনের পরিশ্রম-অধ্যবসায়কে ঘিরে। সেখানে মানুষ সবচেয়ে বেশি আগ্রহী তাঁদের জাতি এবং ধর্মকে জানবার জন্য।
এবারের সেমিফাইনালে চীনের তাই জু এর কাছে হেরে যাওয়ার পর সিন্ধুর লড়াইটা কিন্তু সহজ ছিল না। ব্রোঞ্জ পদকের জন্যও তাঁকে লড়তে হয়েছে হি বিংজিয়াওয়ের বিরুদ্ধে। যার বিরুদ্ধে ন’বার খেলে ছ’বারই হারের মুখ দেখতে হয়েছে সিন্ধুকে। কিন্তু শেষমেশ ভিকট্রি স্ট্যান্ডে যখন তিনি ব্রোঞ্জ মেডেলে ঝলমল করছিলেন, সে আনন্দ কিন্তু ভাগ করেছিলেন পুরো দেশবাসীর সঙ্গেই। কিন্তু গুগলের পরিসংখ্যান বলছে, দেশবাসী তার লড়াইয়ে আগ্রহী নয়। তিনি কোন জাতের তাতেই আগ্রহী বেশি।
লাভলিনা বরগোহাঁই। আসামের একটি অখ্যাত গ্রাম থেকে অনেক লড়াইয়ের পর তিনি অলিম্পিক্সের মঞ্চে পৌঁছেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন নিয়েন-চিনকে বক্সিং হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছেন। তবে তাঁর পরিশ্রমে নয় , ভারতবাসী আগ্রহী তিনি কোন ধর্মের লোক জানবার জন্য। অবাক তো করবেই, টোকিও অলিম্পিক্সে তিনি ভারতের জন্য দ্বিতীয় পদকটা যখন নিশ্চিত করছেন, গুগল সার্চ লিস্ট তখন ভরে যাচ্ছে তাঁর ধর্মের অনুসন্ধানে! কেন? তাঁর ধর্ম জানলে ,ধর্মকে নিয়ে আরেকটু বেশিই নাচানাচি করা যাবে বলে? সত্যিকারের ‘আচ্ছে দিন’ আনার তাগিদ থাকলে ধর্ম-বর্ণ-জাতি নয় ,প্রতিভাকে কুর্নিশ করতে শিখুন। পাশে থাকুন তাঁদের লড়াইয়ে।
Discussion about this post