মায়ের ভালবাসার থেকে পবিত্র কোনও শব্দ হয়তো পৃথিবীর শব্দভাণ্ডারে নেই। এই ভালবাসার আরেকটা প্রমাণ প্রত্নতাত্ত্বিকদের হাতে উঠে এল তাইওয়ানে। ২০১৪ সালে তাইচুং শহরে নিওলিথিক নামে এক জায়গায় চু-হুইলি এবং তাঁর সঙ্গীরা আন-হ নামক অঞ্চলে পান এক জোটবদ্ধ কঙ্কাল মূর্তি। মূর্তিটি দেখে অবাক হয়ে যান তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়ামের এই প্রত্নতাত্বিক দল। দেখা যায় প্রায় ৪৮০০ বছর আগের এই সমাধিতে কিভাবে এক মা তাঁর ডান বাহুতে মেয়েকে জড়িয়ে পরম মমতায় তাকিয়ে রয়েছেন। কীভাবে এত বছর তাদের এরকম একটি সমাধি অটুট ছিল সেটাই গবেষণার বিষয়।
আনুমানিক ৫০০০ বছর আগেই এই দ্বীপে শুরু হয়েছিল চাষবাস। চীনের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে তাইওয়ানে বসবাস শুরু করে। তাদেরই মধ্যে কোনভাবে এই মা-সন্তানের সমাধি হয়। কিন্তু অজানা এই রহস্যের মাঝে স্পষ্ট হয়ে থাকে ভালবাসা। গবেষণায় জানা যাচ্ছে যে এই বসতি প্রায় ৮০০ বছর স্থায়ী ছিল। আন-হ অঞ্চলটি ছিল উপত্যকা অঞ্চল। প্রায় ২০০ টি হাঙ্গরের দাঁত, জলজ জীবের শেষাংশ প্রায় চল্লিশটি নারীপুরুষের সমাধি সহ বিভিন্ন আশ্চর্যজনক বস্তুর সঙ্গেই এই রহস্যময় সমাধিস্থ দেহাবশেষ। এই অপরূপ নিদর্শন স্থান পেয়েছে তাইওয়ানের জাতীয় মিউজিয়ামে।
এখানে পাওয়া আরো অনেক জিনিসে বোঝা যাচ্ছে যে তাইওয়ানের প্রাচীনতম সভ্যতাটি চাষের সঙ্গে মৃৎ ও পাথরের শিল্পচর্চায় ও পারদর্শী ছিল। এই দাবেনকং প্রজাতির তাইওয়ানে থাকার ফলে এশিয়া ও ওশিয়ানিয়া জুড়ে তাদের সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল। দাবেনকং প্রজাতির উন্নতির বেশ কিছু উদাহরণও পাওয়া যায়। যদিও এই সমাধির কোন কারণ খুঁজে পাওয়া যায় নি। কীভাবে এটি হল এবং তার ফলাফল কতটা তীব্র ছিল তাও অজানাই। প্রশ্ন অনেক, ঠিক বা ভুল কিছু উত্তরও হয়তো উঠে আসবে এই সমাধির কারণ হিসাবে। তবে সেসব কিছুর উর্দ্ধে স্পষ্ট হয়ে রয়ে যাবে মায়ের এই শক্ত বাঁধন।
চিত্র ঋণ – mothering.com, nbcnews.com, Ancient Origins
Discussion about this post