একটি টিভি চ্যানেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী উষসী চক্রবর্তী। সেখানে তাঁর ইংরেজি উচ্চারণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি এক নেটিজেন। এর পরেই আসে উষসীর সেই কমেন্টের যোগ্য রিপ্লাই।
উত্তরে অভিনেত্রী জানান, “হ্যাঁ। ঠিকই বলেছেন, বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি তো – সরকারী স্কুলে। ক্লাস সিক্স থেকে ইংরেজি ছিল তাই জন্যই বোধহয় উচ্চারণ করে শেখা হয়নি। আসলে বাবার পয়সা ছিল না ইংরেজি স্কুলে ভর্তি করার আর মতাদর্শগতভাবে বিশ্বাস করতেন সন্তানকে বাংলা স্কুলে পড়াবেন তাই সরকারী স্কুলে পড়িয়েছেন।” গোটা কমেন্টে উষসী এও জানান যে তাঁর ইংরেজি কম জানার সঙ্গে পড়াশুনার কোনও সম্পর্কই ছিল না। বরং তিনি বাংলায় পড়েই স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। বাংলাতেই পিএইচডি এবং এমফিল করেন।
তাঁর কমেন্টে মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা উজাড় হয়ে পড়ে। তারপরেই নেট দুনিয়ায় ভাইরাল হয় অভিনেত্রী উষসীর মন্তব্যের স্ক্রিনশট। এই ঝাঁ-চকচকে স্মার্ট যুগে বাঙালিদের বাংলা না বলে বরং ইংরেজি বলাটাই শিল্পের পর্যায়ে চলে গিয়েছে, সেখানে এক অভিনেত্রীর এই জবাব অনেককেই ভাবতে বাধ্য করবে।
Discussion about this post