কেজি দরে আমরা খবরের কাগজ, বই খানা, টিন কিংবা লোহা ভাঙা বিক্রি করেই থাকি। কিন্তু কখনও দেখেছেন রাস্তার পাশে লাইন দিয়ে বস্তা বস্তা টাকা বিক্রি হচ্ছে? তাও আবার কেজি দরে? নাহ, এটা কোন ওয়েব সিরিজ কিংবা সিনেমার স্ক্রিপ্ট নয় একেবারেই, বরং ঘোর বাস্তব। এই গ্রহে সত্যি এমন এক জায়গার অস্তিত্ব রয়েছে যেখানে বাজারে বস্তা-বস্তা টাকা মেলে। আর মানুষও সেই টাকা লাইন দিয়ে কেনে।
আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে রয়েছে। সেখানেই কেজি দরে বিক্রি হয় টাকা। তবে টাকা জাল নয়, একেবারে আসল টাকা। রাশি-রাশি নোট খোলা রাস্তায় দিন-দুপুরে ক্রেতারা বিনিময় প্রথার মাধ্যমে নিয়ে যায়। এখানকার মুদ্রাকে বলা হয় ‘শিলিং’। প্রসঙ্গত উল্লেখ্য, সে দেশে টাকার দাম এতই কম যে চোর, ডাকাতও এই শিলিং চুরিতে আগ্রহ দেখায় না।
আজ থেকে দু’দশক আগেএক ডলার ছিল ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি। ২০১৭ এর প্রথম দিকে ন’হাজার শিলিংয়ের সমান ছিল এক ডলার। শিলিংয়ের এই দাম কমার পরিণতিতেই টাকার গুরুত্ব কমছে সোমালিল্যান্ডে। বর্তমানে এক মার্কিন ডলারের দাম ৫৮১ শিলিংয়ের কাছাকাছি।
Discussion about this post