বাংলাদেশের বৈশাখী টেলিভিশন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে তৈরি করল বিরল দৃষ্টান্ত। এই টেলিভিশন চ্যানেলের সংবাদ পরিবেশন করলেন এক তৃতীয় লিঙ্গের মানুষ। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নিউজ বুলেটিনের মাধ্যমে সংবাদ পরিবেশনায় দেখা গেল তাসনুভা আনান শিশিরকে। বৈশাখী টেলিভিশন বাংলাদেশে এই প্রথম কোনও তৃতীয় লিঙ্গের নাগরিককে এই সুযোগ করে দিল। বাংলাদেশের এই বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে,আগামী ৮ মার্চ থেকে তাসনুভা আনান নিয়মিত সংবাদ পাঠ করবেন। শিশির ছাড়াও বৈশাখী টিভিতে নাটকের সুযোগ পেয়েছেন আরেক রূপান্তরিত নারী। তাঁর নাম নুসরত মৌ। বৈশাখী টিভির নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে দেখা যাবে তাঁকে।
তাসনুভাকে নিয়োগ করার পর বৈশাখী টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, “বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক কিছু অর্জন করা গেলেও বৈষম্যহীন ও সকলের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। অবহেলিত থেকেছেন যে সব জনগোষ্ঠী তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষেরা অন্যতম।” বাংলাদেশ সরকার সম্প্রতি নারী-পুরুষ ছাড়াও তৃতীয় লিঙ্গের নাগরিকদের ভোটাধিকার দিয়েছে। এ বার তাঁদের গণমাধ্যমে কাজ করার সুযোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল এই গণমাধ্যম।
তানসুভা আনন শিশির মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন।পরে অভিনয় জগতেও পা রাখেন তিনি। এই বছরেই দু’টি ছবিতে সই করেছেন এই অভিনেত্রী। এবার টিভি চ্যানেলে খবর পড়ার সুযোগ পেলেন তিনি। জানা গিয়েছে,চ্যানেল কর্তৃপক্ষ একটি নাটকে তাঁর উচ্চারণ দেখেই মুগ্ধ হন। এরপরই তাঁকে অফার দেওয়া হয় সংবাদ পাঠিকা হিসেবে যোগ দেওয়ার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা জানালেন, এমন সুযোগ পেয়ে খুশি তিনি। আরও বলেন,”আমাকে দেখে অন্য বোনরাও উৎসাহিত হবেন। রূপান্তরকামী নারীদের মানুষের মনে যে ধারণা বদ্ধমূল, তারও পরিবর্তন হবে। এখনও শিক্ষিত সমাজের অনেকেই ‘ট্রান্সডেন্ডার’ বোঝে না। আমরা এই ধরনের কাজে যুক্ত হলে মানুষ আমাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবেন।এটা ভেবেই আমি আনন্দিত।”
Discussion about this post