আজকের দিনে বই মানেই বুক সেল্ফে বন্দী পান্ডুলিপি। জীবনের অধ্যায় থেকে বই একরকম বাদই পড়েছে বলা যায়। সবটাই এখন ফটোকপি বা জেরক্সকপির উপর নির্ভর করে দাঁড়িয়ে। দরকারের মধ্যে এসেছে পিডিএফ ফাইল। নতুন বইয়ের পাতায় সেই আবেগজড়ানো গন্ধটা নাকে আর ঠেকে কৈ! তবে কি বাংলা তার ঐতিহ্যকে হারিয়ে ফেলতে বসেছে? না একেবারেই নয়। যতদিন বাংলার আঁতুড়ঘরে সাহিত্যপ্রেমী মানুষরা জন্ম নেবেন ততদিন বাংলা থাকবে সংস্কৃতির আধার হয়েই। আর তারই প্রমাণ দিল ‘শুঁয়োপোকা’ ফেসবুক পেজটি।
২৭ ফেব্রুয়ারী। দুপুর ২টো থেকে রাত ৮ টা। নটী বিনোদিনী অ্যাম্ফি থিয়েটারে সেদিন একঝাঁক লেখক লেখিকার ভরপুর সমাবেশ। শুঁয়োপোকা সাহিত্য পেজ ও তার সাথে ১২ টি সাহিত্য পেজ (শব্দকিনার, মনপিওনের চিঠি, সিক্ত কলম, পরিচিত, অভিনব মন, আইচ বাইচ, নার্কোটিক থটস, শ্বেত কলম, মিছরির দানা, কলকাতা বায়োস্কোপ, গদ্য পদ্য, বহ্নিপতঙ্গ) মিলে আয়োজন করেছিল এক অভিনব অনুষ্ঠানের। যার অতিথি আসনে ছিলেন বাংলার অতিপরিচিত সাহিত্যানুরাগী মুখগুলি। দেব সাহিত্য কুটীর এর কর্ণধার, নবকল্লোল ও শুকতারা এর সম্পাদক রূপা মজুমদার, বিশিষ্ট লেখক রুদ্র গোস্বামী, বিশিষ্ট লেখিকা ও সমাজ কর্মী সুদীপ্তা রায় চৌধুরী, আর জে রয়, বার্তা প্রকাশন এর কর্ণধার সৌরভ বিশাই সহ আরও অনেক গুণীজন। ফেসবুকের গন্ডী পেরিয়ে এক ছাদের তলায় সেদিন একজোট হয় ফেসবুক সাহিত্য পেজগুলি।
‘বর্ষসেরা লেখিকা ও সমাজকর্মী’ হিসেবে সম্মানিত হন সবার পছন্দের মানুষ অভিষেক কর। অন্যদিকে ‘বর্ষসেরা লেখক’ হয়েছেন আর এক সুপরিচিত মুখ অভীক রায়। এইভাবেই একের পর এক সম্মাননার পর্ব চলেছে ওইদিন। কিন্তু শুধুই বিশিষ্টদের সম্মান দিলে কি চলবে ? নতুন প্রতিভাদের জন্য উৎসাহ চাই তো! আর সেই সুবাদেই ৭ টি সংকলন ও ১৮ জন তরুণের পোক্ত হাতের লেখা ১৮ টি একক বইও প্রকাশ পায় এদিন। আন্তর্জাতিক বইমেলা, অনলাইনে, কেয়ার অফ কালচার ক্যাফে এবং কলেজ স্ট্রিটের দোকানগুলিতে চাইলেই পেয়ে যেতে পারেন সাহিত্য সমৃদ্ধ এই বইগুলি।
নিজের নামটি বইয়ের পাতায় দেখার স্বপ্ন পুষে চলে প্রত্যেক লেখক লেখিকাই। তাদের হাত ধরে সেই স্বপ্নের দুনিয়াতে আনাই ছিল শুঁয়োপোকা সাহিত্য পেজটির ঐকান্তিক ইচ্ছা। তাই অনুষ্ঠানের নামও দেওয়া হয় ‘ স্বপ্ন দেখব বলে 2k21’। চলছে প্রচেষ্টা আরও বেশি সংখ্যক মানুষকে দুই মলাটের প্রতি আকৃষ্ট করার। বইয়ের রমরমা এক বাজারে ভবিষ্যৎ প্রজন্মকে টেনে আনাই হল শুঁয়োপোকা ও এই একত্রিত পেজগুলির আগামী লক্ষ্য।
Discussion about this post