করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত গোটা বিশ্ব। মানুষের মাধ্যমেই মূলতঃ ছড়াচ্ছে এই ভাইরাস। বাতাসের মাধ্যমে বাহিত হয়েই একজনের থেকে অপরজনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাসের সংক্রমণ। আক্রান্ত রোগীর সঙ্গেই তার আশেপাশে থাকা মানুষের সংক্রমণের আশঙ্কাও সবথেকে বেশি। তাই অসুস্থ রোগীর চিকিৎসা করতে গিয়ে এই রোগ ছড়িয়ে পড়ছে হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের শরীরেও। এই ভয়ানক সমস্যা থেকে মুক্তি পেতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কেরল সরকার।
ভাইরাসের সংক্রমণ রুখতে যন্ত্রমানব বা রোবটের ব্যবহার শুরু করেছে কেরল সরকার। ‘কেরল স্টার্টআপ মিশন’ (KSUM) নামক কেরলের এক সরকারি সংস্থা এরকম দু’টি রোবটকে কাজে লাগিয়েছে। চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বদলে এই রোবট মানবই এখন চিকিৎসায় সাহায্য করছে। মাস্ক, স্যানিটাইজার বিলি করা থেকে শুরু করে হাসপাতালের ওয়ার্ডে রোগীদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজও করছে এরা। এমনকি সংক্রমণ হয়েছে এমন সন্দেহে হাসপাতালে কোনও রোগী এলে তাদের আইসোলেশন ওয়ার্ডেও নিয়ে যাচ্ছে তারা। ফলে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমেছে বলেই মনে করছেন কেরল সরকার। উপকৃত হচ্ছেন কেরলের সাধারণ মানুষও। সরকারের এই প্রচেষ্টাকে তারা সাধুবাদও জানিয়েছেন।
Discussion about this post