দেশের মধ্যে প্রথম রূপান্তরকামী ফুটবল দল তৈরি হল মণিপুরে। মণিপুরের ইম্ফলে অবস্থিত ‘ইয়া অল’ নামক এক বেসরকারী সংস্থা এই দল তৈরি করতে বিশেষ সাহায্য করেছে। মণিপুরের ইয়োসাং নামক অঞ্চলে ‘ক্যুয়ের গেমস’ নামক এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজস্ব হোলি উৎসব পালন করা হয়। গত সপ্তাহে সেই উৎসবের মাঝেই এই ফুটবল দল প্রথম আত্মপ্রকাশ করে। ‘ইয়া অল’-এর প্রতিষ্ঠাতা তথা সভাপতি সাদাম হানজাবামের কথায়, রূপান্তরকামীদের নিয়ে কুয়েরের মানুষের মধ্যে এখনও বেশ কিছু সামাজিক ‘ট্যাবু’ রয়েছে। সেগুলির হাত থেকে বেরিয়ে এসে তাদের সমাজের মূল স্রোতে ফেরানোর দায়িত্বই পালন করে এই সংস্থা।
প্রায় দু’বছর ধরেই ‘ইয়া অল’ রূপান্তরকামীদের নিয়ে একটি ফুটবল দল গঠন করার চেষ্টা করে যাচ্ছিল। শেষ পর্যন্ত এই বছর কুয়ের উৎসবে প্রথম রূপান্তরকামী ছেলেদের ফুটবল দল গঠন হয়। সেখানে ছয় দলের একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজনও করা করেছিল। এই দলটির সঙ্গে স্থানীয় কয়েকজন সাধারণ মানুষও অংশগ্রহণ করে তাতে। দেশের ফুটবলপ্রেমীরা হয়তো নিকের নাম আলাদা করে কখনও শোনেননি। কিন্তু সেই রূপান্তরকামী এখন দলটির ক্যাপ্টেন। ফুটবল ম্যাচ খেলে খুশি নিক সহ দলে বাকি সদস্যও। তাদের বক্তব্য, নিজেদের মত একটা দল তৈরি হওয়া তাদের কল্পনারও অতীত ছিল। কিন্তু শেষ অবধি সেই অসম্ভব সত্যি হয়েছে। তারা আশা করে, তাদের খেলা দেখে বহু রূপান্তরকামী ছেলে উৎসাহিত হবে। ভবিষ্যতে রাজ্য তথা দেশের হয়েও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান তারা। ক্যুয়ের গেমসের মাধ্যমে সামাজিক স্বীকৃতি থেকে বঞ্চিত ইম্ফলের রূপান্তরকামী ছেলের দল বিশ্বের সামনে নিজেদের প্রতিভার ছাপ রেখে গেল। কম পরিচিত হলেও এই উৎসব তাই ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিল অচিরেই।
Discussion about this post