মানুষের জন্য স্পা, পেডিকিওর, মেনিকিওর,বডি থেরাপি ইত্যাদি বডি ম্যাসাজের বিভিন্ন জায়গা অল্পবিস্তর সকলেরই জানা। কিন্তু কখনো কি শুনেছেন যে বন্য জন্তুদের মধ্যে বিশালাকার প্রাণী হাতির জন্য রয়েছে এমন স্পা সেন্টার? তাজ্জব হয়ে যাচ্ছেন তো! তাজ্জব হওয়ারই তো কথা। আরও তাজ্জব হবে যদি বলি সেটা আমাদের দেশেই আছে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভারতেই আছে এমন এক জায়গা যেখানে শুধু হাতিদের জন্যই তৈরি হয়েছে এই রাজসিক স্পা সেন্টার। দক্ষিণ ভারতের কেরালার পুন্যাথুর কোট্টা এলাকায় আছে ‘পুন্নাথুর কোট্টা এলিফ্যান্ট ইয়ার্ড’ ,যেখানে তৈরি হয়েছে এমন এক তাজ্জব করা রাজসিক স্পা সেন্টার। এখানে হাতিদের স্নান ,মর্দন, স্পা ও খাবারের বিশেষ খেয়াল রাখা হয় তাদের মেজাজ ঠিক রাখার জন্য বহু লোক নিয়োজিত আছেন যারা সব সময় তাদের দেখভাল করেন।
এত সুন্দর জায়গায় এত সুন্দর এক স্থান, যেখানে রোজ চলছে অবলা প্রাণীর সেবা সেই জায়গা নিয়ে একটু না বললে কেমন যেন মনটা শান্তি পায় না। এই পুন্নাথুর কোট্টা পূর্বে ছিল স্থানীয় এক রাজার রাজমহল। এই এলাকা থেকে প্রায় ৩ কিমি দূরেই কেরালায় বিখ্যাত কৃষ্ণ মন্দির ‘গুরুভায়ুর মন্দির’। পরে এটি ‘আন্না কোট্টা’ যার অর্থ ‘elephant fort’ নামে পরিচিত হয়। অনেক পরে প্রায় ১৯৮৫ সালে এই মন্দির কর্তৃপক্ষ এই রাজমহল চত্বরে হাতিদের সেবার জন্য শিবির তৈরি করেন। এখন এটি কেরালার বিশেষ দর্শনীয় স্থানের মধ্যে একটি।
প্রায় ৮৬টি হাতির এখানে নিয়মিত দেখভাল করা হয়। এখন মনে হতেই পারে যে এত জীব জন্তু থাকতে শুধুই হাতি কেন? কারণ একটাই! কেরালার গর্ব হাতি, এই রাজ্যে হাতিকে পবিত্র হিসাবে মানা হয়। এমনকি এই মন্দিরের সব আচার বিধি হাতিদের দ্বারাই সম্পন্ন হয়। বর্ষাকালে প্রধানত জুলাই মাসে প্রতি বছর চলে হাতিদের চিকিৎসা ব্যবস্থা। তাদের দেওয়া হয় আয়ুর্বেদিক ওষুধ। সব মিলিয়েই এই জায়গা এখন হয়ে উঠেছে পশুপ্রেমী তথা পর্যটকদের বিশেষ দর্শনীয় স্থান। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই এলাকা খোলা থাকে সকলের দর্শনের জন্য। টিকিট মাত্র ১০ টাকা। তাহলে একবার দেখেই আসুন অবলা প্রাণীদের পুণ্য সেবা। হয়তো জুড়িয়ে যেতে পারে আপনার মন-প্রাণও।
Discussion about this post