টিআরপিতে কারচুপি! মুম্বই ক্রাইম শাখার কঠিন জেরার মুখে রিপাবলিক টিভির সিইও। বড়সড় টিআরপি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই নাম জড়িয়েছে মুম্বই ভিত্তিক বিখ্যাত ইংরাজী সংবাদমাধ্যম রিপাবলিক টিভির। বৃহস্পতিবারই এই বহুল চর্চিত নিউজ চ্যানেলের বেআইনিভাবে টিআরপি বাড়ানোর কেলেঙ্কারির পর্দা ফাঁস করে মুম্বই পুলিশ।
এদিন টেলিভিশন রেটিং পয়েন্টস কেলেঙ্কারিতে রিপাবলিক টিভির সিইও বিকাশ খান চন্দনিকে এবং সিইও হর্ষ ভান্ডারীকে টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশের ক্রাইম শাখা। মুম্বই পুলিশের অভিযোগ টিআরপি বাড়াতে দীর্ঘদিন থেকে রিপাবলিক টিভি সহ বেশ কিছু চ্যানেল বৈআইনি পন্থা অবলম্বন করছে। ঘুরপথে বাড়িয়ে নেওয়া হয়েছে রেটিং পয়েন্টও। ওয়াকিবহাল মহলের ধারণা মুম্বইয়ের টিভি ইন্ডাস্ট্রির বাজারমূল্য প্রায় ৩০-৪০ হাজার কোটি টাকার। এখানে বিজ্ঞাপন থেকে আনুষাঙ্গিক সমস্ত আয় নির্ধারিত হয় টিআরপি রেটিংয়ের উপর। তাই টিআরপি রেটিংয়ের সামন্য হেরফেরে খুলে যেতে পারে অতিরিক্ত আয়ের রাস্তা। এবার রিপাবলিক টিভির মুখোশ খুলতেই মরিয়া মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
এখনও অবধি মুম্বাই পুলিশ এই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে এবং আরও তিনজনের সন্ধানে রয়েছে। গ্রেপ্তার হওয়া চার ব্যক্তির মধ্যে একজন হান্সা রিসার্চের প্রাক্তন কর্মচারী, যা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (বিএআরসি) জন্য চ্যানেলের টিআরপি গণনা করে।
Discussion about this post