ইতিমধ্যেই দেশে প্রত্যহ করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যাও ৫৮ লক্ষ ছুঁইছুঁই। এমতাস্থায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রান্তে কানাঘুঁষো শোনা যাচ্ছে করোনা ঠেকাতে ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র।তবে কি এবার পুজোটাও ঘরে বসেই কাটাতে হবে? এই খবর চাউর হতেই গত কয়েকদিন ধরেই সমাজের বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মেসেজে দাবি করা হচ্ছে ফের ২৫ সেপ্টেম্বর কিংবা ২৮ সেপ্টেম্বর থেকে লকডাউন জারি হতে চলেছে গোটা দেশেই। আগের লকডাউনের মতোই এই ক্ষেত্রেও জরুরি পরিষেবা বাদে অন্যান্য সমস্ত পরিষেবাই প্রায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে ওই মেসেজেই দাবি করা হচ্ছে আগামী ৪৫ দিন পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। ইতিমধ্যেই এনিয়ে তোলপাড় নেটপাড়া। তবে এই তথ্য সম্পূর্ণভাবে ভুয়ো এবং মিথ্যে বলে জানাচ্ছে সরকার।
এদিকে লকডাউন প্রসঙ্গে ১০ সেপ্টেম্বরও একটি সরকারি নির্দেশিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেকিংও দুটি তথ্যকেই সরাসরি ভুয়ো খবর বলে দাগিয়ে দিয়েছে। এই ধরণের কোনও তথ্যই এনডিএমএ-র তরফে জারি করা হয়নি বলে সাফ জানায় তারা।
Discussion about this post