দৈনন্দিন জীবনে ব্লেড একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। আমরা সাধারণতঃ চুল,দাড়ি,নখ কাটতে অথবা পাতলা কিছু কাটার জন্য এটি ব্যবহার করি। কিন্তু এই ব্লেডের নকশা সম্পর্কে ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাব সৃষ্টি কাল থেকেই এখনও পর্যন্ত এর আকার অপরিবর্তিত। এর পিছনে কী কারণ সে কাহিনীই আজ তুলে ধরব।
ব্লেড তৈরি করেছিলেন কিং ক্যাম্প জিলেট। ১৮৯০ সালে তিনি একটি বোতলের ছিপি বানানোর কোম্পানিতে সেলস্ ম্যানের কাজ করতেন। তিনি লক্ষ্য করেন সবাই ব্যবহার করে ছিপি ফেলে দিচ্ছে অথচ এই সামান্য জিনিসটার ওপরেই পুরো কোম্পানিটা দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি ভেবেছিলেন এমন একটা কিছু জিনিস বানাবেন যা সস্তা হবে আর ব্যবহার করার পর ফেলে দেওয়া যাবে। সে সময় সেভিং করার জন্য ধারালো অস্ত্র ব্যবহৃত হত। এতে ক্ষতির সম্ভাবনাও থাকত, সময়ও লাগতো বেশি। কিং ক্যাম্প এর বিকল্প কিছু বানানোর পরিকল্পনা করেন। যেমন ভাবা ঠিক তেমন কাজ। দুই দিক ধার বিশিষ্ট ব্লেড অবশেষে তৈরি সেশি ফেললেন যা দিয়ে নিরাপদে দাঁড়ি কাটা সম্ভব।
১৯০১ সালের ডিসেম্বরে তিনি এর ডিজাইন পেটেন্ট করান। এরপর তিনি জিলেট কোম্পানি প্রতিষ্ঠা করেন যা এখনও যথেষ্ট সফলতম। শোনা যায় উইলিয়াম নিকারসনের সহযোগিতায় তিনি এই ডিজাইন তৈরি করেন। ১৯০৪ সাল থেকে কোম্পানি ব্লেড বানানো শুরু করে। প্রথম দফায় ১৬৫ টি ব্লেড বানানো হয়েছিল। তখন ব্লেড মূলতঃ সেভিং করার জন্যই ব্যবহৃত হত।এর সাথে সাথেই জিলেট কোম্পানি রেজারও তৈরি করে। ব্লেডের ডিজাইন এমন করা হয়েছিল যাতে রেজারের সাথে সহজেই ফিট হয়ে যায়। তাছাড়া ব্লেডটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে খুব সহজেই তাকে সমান দুই ভাগ করা যায়।
জিলেট কোম্পানির কাছে ২৫ বছরের পেটেন্ট ছিল। তাছাড়া তখন সেভাবে ব্লেড বানানোর কোন কোম্পানিও ছিল না। পরে অবশ্য অনেক কোম্পানি রেজার এবং ব্লেড বানানো শুরু করে। কিন্তু তারাও ব্লেডের আকার অপরিবর্তিতই রাখে। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত তা পরিবর্তন হয়নি।
Discussion about this post