একটি মাত্র কল। আর তাতেই নাকি পেতে পারেন ২৫ লাখ টাকা! তবে সরাসরি নয়, আপনাকে ফোন করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বরে। তবেই আপনি মালিক হবেন ২৫ লাখের। কীভাবে? লটারির মাধ্যমে! হোয়াইটঅ্যাপে ‘লাকি ড্র’ লটারির মাধ্যমেই তো আপনি জিতেছেন এত্তগুলো টাকা৷ হ্যাঁ, সেই সৌভাগ্যবান তো আপনিই। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন কি গাঁজাখুরি গল্পই না বলছি! আজ্ঞে গল্প নয়! বাস্তবেই ঘটেছে ঠিক এমনটাই। নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক এরকমই এক মেসেজ পেয়েছেন শ্রীরামপুরের রামিজ খান।
গত মঙ্গলবার রাত্রে রামিজের মোবাইলে অচেনা এক নম্বর থেকে দুটি মেসেজ আসে। তার মধ্যে একটি এক ভয়েস মেসেজ, অপরটি একটি ছবি। ছবিটি ২৫ লাখের একটি লটারির এবং সেখানে কয়েকটি নম্বরও লেখা। ভয়েস মেসেজটি হিন্দিতে করা। তাতে বলা হয়েছে- “হোয়াটসঅ্যাপের লাকি ড্র’য়ের মাধ্যমে আপনার এই নম্বরটি ২৫ লাখের একটি লটারি জিতেছেন। মূলতঃ পাঁচটি দেশ নিয়ে করা এই লাকি ড্র’য়ে আপনার নম্বরটিই প্রথম তিনজনের মধ্যে বেছে নেওয়া হয়েছে৷ আপনার এই ২৫ লাখ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে৷ এই টাকা যদি আপনি যদি পেতে চান তাহলে ছবিতে দেওয়া ব্যাংক ম্যানেজারের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ফোন করে কথা বলতে হবে। তিনি আপনাকে বলে দেবেন কখন, কবে এবং কিভাবে আপনি টাকা পেতে পারেন।” ভয়েসে আরও বলা হয়েছে যে, ফোনটি যেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই করা হয়, কারণ লাকি ড্রটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমেই হয়েছে।
বলাই বাহুল্য, এই সম্পূর্ণ বিষয়ই ভুয়ো। তবে রামিজ কিন্তু এই ফাঁদে পা দেননি। সরাসরি ‘ডেইলি নিউজ রিল’-এর সঙ্গে যোগাযোগ করেই ঘটনাটি জানান তিনি। আসলে আমাদের হোয়াটসঅ্যাপে প্রতিদিন এইরকম কত শত মেসেজই না আসে। সব মেসেজকে হয়ত আমরা সেরকম ভাবে গুরুত্বও দিই না৷ কিন্তু তার মধ্যেও কিছু কিছু মেসেজ থাকে এইরকম যার ভুয়ো ফাঁদে আমরা পা দিয়ে ফেলি। সামান্য কিছু টাকার লোভেই। এই কারণে ভবিষ্যতে হয়ত বড় কোনও ক্ষতিও হয়ে যেতে পারে আমাদের। তাই হোয়াটসঅ্যাপে আসা প্রতিটি মেসেজকে অন্ধের মত বিশ্বাস না করে আমাদের নিজেদেরই আগে তার সত্যতা সম্পর্কে জানতে এবং বুঝতে হবে। এবার চোখ খুলে সত্যিটা যাচাই করার সময় বোধহয় সত্যিই চলে এসেছে।
Discussion about this post