বাঙালিদের জন্য আনন্দের খবর। গর্বের বিষয়ও বটে! এবার প্রথমবারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) আলোকিত করতে করতে চলেছেন এক বাঙালি মাইক্রোবায়োলজিস্ট। হু’র পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডের সদস্য হিসাবে দেখা যেতে চলেছে বাঙালি কন্যা ড. সেঁজুতি সাহার মুখ। বাংলাদেশের নামী এই মাইক্রোবায়োলজিস্ট সেঁজুতি সারাজীবন মানব সেবায় উৎসর্গ করেছেন। বর্তমানে বাংলাদেশের শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনে বিজ্ঞানী হিসাবে তিনি কর্মরতা। সম্প্রতি তারই স্বীকৃতি পেলেন তিনি। ডাক পড়ল হু থেকেও। শুধু তাই নয়, সেঁজুতিই প্রথম বাঙালি যিনি এরকম এক সম্মানিত পদে নিযুক্ত হলেন। ফলে বাঙালির মুকুটে জুড়ল আরেকটি রঙিন পালক!
হু’র পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডের সদস্য হিসাবে সারা বিশ্ব জুড়েই কাজ করতে চলেছেন ড. সাহা। পোলিও রূপান্তর পরিকল্পনার পদ্ধতি পর্যবেক্ষণ এবং পোলিওকে নির্মূল করার লক্ষ্যেই চলছে তাঁর কাজ। সম্প্রতি বাংলাদেশে করোনা মহামারীর মধ্যেই নিজের বাবা, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ড. সমীর সাহার সঙ্গে মিলিত উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ এবং তার ফলাফল অনুসন্ধানেরও কাজ করছেন সেঁজুতি। মানব দেহে কিভাবে করোনা ভাইরাস সংক্রামিত হয় এবং কার শরীরের মধ্যে এই ভাইরাস ঠিক কীভাবে প্রভাবিত হয়, তা নির্ধারণের জন্যই চলতি বছরের মে মাসে সফলভাবে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করতে সক্ষমও হন তাঁরা।
ড. সেঁজুতি মনে করেন, বিজ্ঞানের সমস্ত রকম সুযোগ সুবিধা সমানভাবে পাওয়ার অধিকার রয়েছে সব শ্রেণীর মানুষেরই। সেই স্বপ্নেই দিনরাত কাজ করে চলেছেন তিনি। এবার হু’র পোলিও বিভাগেও নিজের উজ্জ্বল কীর্তির ছাপ রেখে যেতে চান তিনি।
Discussion about this post