আর পাঁচটা ছেলের মতোই ছাপোষা মধ্যবিত্ত বাড়ির সন্তান। স্কুল-পড়ুয়া এই বালকের জীবন হতে পারত বাকিদের মতোই। কিন্তু বাদ সাধল এক বিরল রোগ। মহারাষ্ট্রের ললিত পাটকর নামের এই বালক আক্রান্ত হাইপারট্রিকোসিস রোগে।
এটি এমন একটি রোগ যার কারণে মানুষের পুরো শরীরে সামঞ্জস্যহীনভাবে চুল গজাতে থাকে। পুনের বাসিন্দা ললিতের শৈশব থেকেই সঙ্গী এই বিরল রোগ। হাইপারট্রিকোসিসের ফলে তাঁকে সহ্য করতে হয়েছে বহু ঝড়-ঝাপটা। অনেকেই প্রায় সময় বাঁদর ভেবে তাঁকে তাড়ানোর জন্য পাথর ছুঁড়েছে। তবে পরিবারের ভালবাসার পাশাপাশি সে স্কুলে পেয়েছে বেশ কিছু বন্ধু। তাঁর স্বপ্ন সে বড় হয়ে পুলিশ হবে এবং অপরাধ দমন করবে। পাশাপাশি ললিত এও স্বপ্ন দেখে যে ভবিষ্যতে সার্জারির মাধ্যমে তার এই চুল সে অপসারন করাবে।
তবে দুঃখের বিষয় গবেষকরা এখনও পর্যন্ত এই দুর্লভ রোগের কোনও চিকিৎসা বের করতে পারেন নি। হয়তো ভবিষ্যতে এর নিরাময় বের করতে পারবে চিকিৎসা-বিজ্ঞান। সেই আশাতেই আপাততঃ প্রহর গুনছে ললিত এবং তাঁর পরিবার।
Discussion about this post