আজকের যুগে কোনও প্রশ্ন মনে জাগলেই মানুষ হাত বাড়ায় মোবাইলের দিকে, আর সরাসরি প্রবেশ করে গুগল সার্চে। শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়েই মানুষের তথ্য জানার প্রথম ও প্রধান উৎস হয়ে উঠেছে গুগল। বিশেষত গুগল ক্রোম ব্রাউজার, যা মোবাইল এবং কম্পিউটার ব্যবহারের জগতে একপ্রকার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই একচেটিয়া আধিপত্য নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পশ্চিমা বিশ্বের একচেটিয়া প্রযুক্তিগত নিয়ন্ত্রণের ছত্রছায়ায় ভারতসহ বহু উন্নয়নশীল দেশ পড়ে রয়েছে একপ্রকার ‘ডিজিটাল উপনিবেশ’-এর আওতায়। চিন এবং উত্তর কোরিয়ার মতো কিছু দেশ নিজস্ব স্বার্থে ও নিরাপত্তার খাতিরে গুগলকে নিষিদ্ধ ঘোষণা করলেও, অধিকাংশ দেশ এখনও পর্যন্ত বিকল্প ভাবতে পারেনি।
কিন্তু এবার সেই নির্ভরতাকেই চ্যালেঞ্জ জানাতে উদ্যোগী হয়েছে ভারত। কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এবার ডিজিটাল স্বাধীনতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশবাসীর তথ্য ও ডিজিটাল পরিকাঠামো যাতে বিদেশি কর্পোরেটের হাতে সম্পূর্ণভাবে না চলে যায়, সেজন্য গুগলের বিকল্প হিসেবে স্বদেশি ওয়েব ব্রাউজার তৈরিতে জোর দিচ্ছে ভারত সরকার। এরই অঙ্গ হিসেবে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি আয়োজন করেছিল ‘ইন্ডিয়ান ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ’, যার লক্ষ্য ছিল এমন একটি ব্রাউজার নির্মাণ যা শুধু গুগলের বিকল্প নয়, বরং ভারতীয় ব্যবহারকারীদের প্রয়োজন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ডিজাইন করা।
এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে চেন্নাই-ভিত্তিক সংস্থা জোহো কর্পোরেশন। এই সংস্থার তৈরি ব্রাউজারকে ‘স্বদেশি প্রযুক্তির ভবিষ্যৎ’ বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ব্রাউজারটি শুধু গুগল ক্রোমের মতো ইন্টারফেস নয়, বরং আরও উন্নত সুরক্ষা, স্থানীয় ভাষার সমর্থন এবং স্বচ্ছতা বজায় রেখে ডিজাইন করা হয়েছে বলে জানা গিয়েছে। জোহোকে ইতিমধ্যেই ১ কোটি টাকার পুরস্কার দিয়েছে মন্ত্রক। এই পদক্ষেপ নিঃসন্দেহে ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলিকে আরও একধাপ এগিয়ে দেবে এবং ভবিষ্যতের জন্য একটি স্বাধীন, সুরক্ষিত ও আত্মনির্ভর ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার দিশা দেখাবে। ভারতের হাতে তৈরি এই ব্রাউজার যদি সত্যিই জনগণের আস্থা অর্জন করতে পারে তাহলে গুগলের একাধিপত্যে আঘাত হানার পাশাপাশি এটি সারা বিশ্বের কাছেও উদাহরণ হয়ে উঠতে পারবে।
চিত্র ঋণ – Ministry of Electronics & Information Technology, Government of India এর ফেসবুক পেজ
Discussion about this post