এক বছরের একটি শিশু, সে লড়ছে মৃত্যুর সঙ্গে। তার নাম অস্মিকা দাস। বাড়ি রানাঘাট। অস্মিকা একটি বিরল ও জটিল রোগে আক্রান্ত। রোগটির নাম হল স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ-১। এই রোগটি মেরুদণ্ডের স্নায়ু কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে, ফলে পেশীর ক্রমাগত দুর্বলতা ও অবনতি ঘটে। জানা গেছে, অস্মিকার চিকিৎসার জন্য একটি বিশেষ ইনজেকশন প্রয়োজন, যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
অস্মিকার পরিবার ও স্থানীয় সমাজসেবীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী, অভিনেতা অভিনেত্রী এবং অন্যান্য সেলিব্রেটিরা দাঁড়িয়েছেন অস্মিকার পরিবারের পাশে। বিশিষ্ট শিল্পী শুভমিতা ব্যানার্জি বিবেক উৎসবে অস্মিকার চিকিৎসার জন্য সহায়তা করেছেন। মানুষকে ডোনেট করার জন্য হাতজোড় করে অনুরোধ করেছেন শিল্পী কৈলাস খের।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় অস্মিকার চিকিৎসার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উদ্যোগ চলছে সোশাল মিডিয়ার বিভিন্ন অংশে। মানবিকতার স্বার্থে সমাজের সর্বস্তরের মানুষকে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে তার সুস্থ জীবনের স্বপ্ন পূরণ হয়। কিছুদিন আগেই বিজ্ঞানী শঙ্খমালার জন্য এভাবেই পাশে দাঁড়িয়েছিল মানুষ, কিন্তু শেষ রক্ষা হয়নি। অস্মিকা যেন সুস্থ জীবন পায়, এই আশাতেই বুক বাঁধছেন তার পরিবার।
Discussion about this post