বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ রয়েছে বোলপুর শান্তিনিকেতনের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ানো অধিকাংশ বিষয়ে এখনো কিছু আসন খালি রয়েছে। এই কারণে, নতুন বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষ কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে পড়ুয়াদের। প্রসপেক্টাস সহ সবিস্তার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে। ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহীদের থেকে এর জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ কমার্স এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের অধীনে বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। এই বিভাগগুলি হল – বায়োলজিক্যাল সায়েন্স এবং মাইক্রোবায়োলজি, পদার্থবিদ্যা, মেডিকেল ফিজিওলজি এবং হিউম্যান অ্যানাটমি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং হিউম্যান রিসোর্স, কমার্স এবং অ্যাকাউন্টিং, ভিজুয়াল আর্টস (অঙ্কনবিদ্যা), পারফর্মিং আর্টস (সঙ্গীত এবং নাটক), ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স, এডুকেশন, লিঙ্গুইস্টিক এবং বিলুপ্তপ্রায় ভাষা, সংস্কৃত এবং ইনডোলজি।
সমস্ত বিষয়ের স্নাতক বা স্নাতকোত্তরে পড়ার জন্য ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে স্নাতকোত্তীর্ণরাই আবেদন জানাতে পারবেন। স্নাতকোত্তরে ভর্তির সময়সীমা আর কিছুদিন বাড়ানো হয়েছে ৷ অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। যাঁরা চলতি বছরে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা দিচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন বিষয়ের কোর্সে ভর্তির পৃথক যোগ্যতামান স্থির করা হয়েছে। আপনারা যদি এই সমস্ত কোর্সে ভর্তি হতে চান, তাহলে আপনাকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ভর্তি হতে হবে। ভর্তি হবার লিংক নিচে দেওয়া রইলো। এছাড়াও 9153008776 নম্বরে ফোন করে আপনারা স্নাতকোত্তরে ভর্তি হওয়ার বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারেন।
ক্লিক করুন এই লিংকে
Discussion about this post