“যে গিটারের জন্য দেশ অপমানিত হয়, সেই গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না।” এমন ভাষাতেই নিউইয়র্কের গিটার সেন্টারের ম্যানেজারের অপমানের জবাব দিয়েছিলেন বাংলাদেশের গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় বছর কুড়ি আগে, যখন আইয়ুব বাচ্চুর এলআরবি প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল। আইয়ুব বাচ্চু সম্পর্কে যাঁরা খোঁজ খবর রাখেন, তারা জানেন, গিটার ছিল তাঁর কাছে মুক্ত অক্সিজেনের মত। এই গিটার বাজানোর জন্য সঙ্গীতজীবনের শুরুর দিকে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। তাই রক গিটার তাঁকে সবসময় আকর্ষণ করত। শুধু তা-ই নয়, নিত্যনতুন ব্র্যান্ডের গিটার সংগ্রহ করাও ছিল তাঁর কাছে নেশার মতো।
১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবার শো করতে গিয়েছিল এলআরবি। শো শেষ করে আইয়ুব বাচ্চু নিউইয়র্কে গিটার সেন্টারে যান কিছু নতুন গিটার দেখার জন্য। সেখানে যখন আইয়ুব বাচ্চু গিটারগুলো নেড়েচেড়ে দেখছেন, তখনই একটা স্পেশাল আইভানেজ গিটার তাঁর দৃষ্টি আকর্ষণ করে। গিটারটি রাখা ছিল একটা কাঁচের বাক্সের মধ্যে। দোকানের ব্যবস্থাপককে এই গিটারের ব্যাপারে জিজ্ঞেস করতেই লোকটি আইয়ুব বাচ্চুকে কিছুটা অবজ্ঞার ছলেই জিজ্ঞেস করেন, “কোন দেশ থেকে এসেছ?” আইয়ুব বাচ্চুর জবাব শুনে ওই দোকানের ব্যবস্থাপক বলেন, “এই গিটার তোমার মতো বাংলাদেশির জন্য নয়। এটা এখানে সবচেয়ে দামি গিটার, তুমি বরং অন্যটা দেখো।” লোকটির কথায় আইয়ুব বাচ্চু কষ্ট পান। তবে, বেশি কষ্ট পেয়েছিলেন তাঁর দেশের অপমান দেখে।
তখনই, আইয়ুব বাচ্চুর মনে জেদ চাপে। তিনি সেই ব্যবস্থাপককে অনুরোধ করেন, “গিটারটি একবার দেখার সুযোগ দাও। আমার আর টিমের সবার কাছে যত ডলার আছে, আশা করি এটা নিতে পারব।” অনিচ্ছাসত্ত্বেও ওই দোকানের ব্যবস্থাপক আইয়ুব বাচ্চুকে ওই গিটারটি দেখান। আর গিটার হাতে পেয়েই আইয়ুব বাচ্চু বাজানো শুরু করেন। তারপর ঐ গিটার সেন্টারে দাঁড়িয়ে, আইয়ুব বাচ্চু এমনভাবে গিটারটি বাজান, যে তাঁর বাজানো শোনার জন্য লোক জড়ো হয়ে যায় দোকানের চারপাশে।
এরপর গিটার ফেরত দিতে গেলে ওই দোকানের ব্যবস্থাপক আইয়ুব বাচ্চুকে বললেন, “তুমি অসাধারণ বাজাও, এই গিটার তোমার জন্যই। এটা আমি তোমাকে অর্ধেক দামে দেব।” আর তখনই আইয়ুব বাচ্চু বিনয়ের সঙ্গে বললেন, “এটা তুমি আমাকে বিনে পয়সায় দিলেও আমি নেব না, তুমি আমার দেশকে অপমান করেছ।” ক্ষমা চাইলেও সেই গিটার আর আইয়ুব বাচ্চুকে দিতে পারলেন না ওই ব্যক্তি। দোকান থেকে বেরোনোর আগে আইয়ুব বাচ্চু তাকে বলে যান, “যে গিটারের জন্য দেশ অপমানিত হয়, সেই গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না।”
Discussion about this post