২৬ জানুয়ারি কিংবা ১৫ আগস্ট। উত্তোলন হয় জাতীয় পতাকা। আলোচনা হয় নেতাজী থেকে ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন থেকে বাঘা যতীনকে নিয়ে। এমনকি আলোচনা হয় বিনয়-বাদল-দীনেশ কিংবা রাসবিহারী, কানাইলালদের নিয়েও। কিন্তু সেই আলোচনায় ব্রাত্য- অপাঙক্তেয় থেকে যান বাংলার নারী স্বাধীনতা সংগ্রামীরা। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তর বাইরে আমরা খুব একটা বেরোতে পেরেছি? এর উত্তর কম বেশি সকলেরই জানা। চেতনার ঠিক এই জায়গাতেই ধাক্কা দিলেন ড: বাপন কুমার মাইতি ও রাজ্যশ্রী রায় মাইতি। তাদের সৌজন্যে বাংলা জানতে পারল ১৭৯ জন বাঙালি নারী বিপ্লবীর নাম।
গত ৩১ ডিসেম্বর , ২০২২ বিকাল ৪টায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে ১৭৯ জন বাংলার নারী স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ‘বাংলার নারী স্বাধীনতা সংগ্রামী:জীবনপঞ্জি’ গ্রন্থটি। এটি যৌথভাবে লিখেছেন ড: বাপন কুমার মাইতি ও রাজ্যশ্রী রায় মাইতি। গ্রন্থটির উদ্বোধক ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য অধ্যাপক ড:সিদ্ধার্থ দত্ত। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড: সব্যসাচী চট্টোপাধ্যায় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড:সুদীপ রঞ্জন হাটুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মুখ্য গ্রন্থাগারিক ড: অসিতাভ দাস।
সিদ্ধার্থ বাবু গ্রন্থটির প্রসঙ্গে বলতে গিয়ে বলেন যে ইতিহাস সবসময় হবে তথ্য নির্ভর। তথ্য ছাড়া ইতিহাস হয় না। সেই দিক থেকে ‘বাংলার নারী স্বাধীনতা সংগ্রামী :জীবনপঞ্জি ‘ গ্রন্থটি সম্পূর্ণ ভাবে তথ্য নির্ভর। আরো বলেন যে গ্রন্থটিতে ১৭৯ জন বাংলার নারীর জীবনী ছাড়াও রয়েছে ৪৮ জন শহীদের তালিকা। এই ৪৮ জন শহীদদের নিয়ে ভবিষ্যতে একটি আলাদা কাজ করার জন্য লেখকদের বলেন। সব্যসাচীবাবু বেশ কিছু নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা বলতে গিয়ে বলেন যে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কী অমৃত মহোৎসব’। এদিকে খুব কম দেশবাসী এইসব নারী স্বাধীনতা সংগ্রামীদের আত্ম্যত্যাগের কথা জানেন। সুদীপবাবু বলেন গ্রন্থটি বিশেষভাবে গবেষক পাঠকদের কাজে লাগবে। ড: অসিতাভ দাস পাঠ্য পুস্তকের পাশাপাশি এই ধরণের অর্থাৎ রেফারেন্স বই লেখার ওপর বেশি জোর দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশগৌরব পাঠাগারের গ্রন্থাগারিক মধুমিতা ভট্টাচার্য্য। গ্রন্থটি প্রভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
Discussion about this post