ইতিমধ্যেই আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলা। অপূরণীয় ক্ষতির পাশাপাশি জীবন হারিয়েছেন বেশ কিছু মানুস। তবে শুধু মানুষই না, প্রাণ হারিয়েছে আমাদের চারপাশে বেঁচে থাকা প্রাণীরাও। একের পর এক মৃত্যুর দৃশ্য যখন আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলছে ঠিক তখনই আবির্ভাব এক খুদের। একটি ছবিতে দেখা যাচ্ছে রীতিমতো ড্রেনের ভেতরে নেমে সে উদ্ধার করে আনল এক অসহায় বেড়ালকে। বেঁচে থাকার সেই ছবিই নেট-দুনিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
![](https://dailynewsreel.in/wp-content/uploads/2020/05/99008585_2987734241302964_1364871659558797312_n.jpg)
বাংলার ঠিক কোন জায়গার ঘটনা তা এখনও জানা যায়নি। এমনকি জানতে পারা যায়নি শিশুটির নামও। কিন্তু তার ছোট্ট হাতই অনেকটাই ভরসা জাগিয়ে গেল। চারপাশের বিপর্যস্ত হয়ে যাওয়ার দৃশ্যের মাঝেই অন্ততঃ এটুকু যেন একটু চোখের আরাম, আত্মার শান্তি! বয়েসে ছোট হলেও, তার মস্ত বড় হৃদয়ের পরিচয় সে দিয়ে গেল এভাবেই।
Discussion about this post