প্রযুক্তির ফল মানুষের হাতে হাতে। বর্তমানে প্রযুক্তির উন্নতির গ্রাফ দিনকে দিন বাড়ছে। আর এরই মধ্যে রয়েছে আরেক নতুন খবর। অ্যাপেল এর ডব্লিউ ডব্লিউ ডি সি বা ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স আয়োজন করছে এক ইভেন্টের। আগামী ৬-১০ই জুন পর্যন্ত চলবে এই নয়া ইভেন্ট। বিশ্বের এক নম্বর এই সংস্থার নতুন চমক সম্পর্কে অধীর আগ্রহে অ্যাপ ডেভেলপাররা।
শোনা যাচ্ছে, সফটওয়ার আপডেটের পাশাপাশি লঞ্চ হতে পারে বেশ কয়েকটি হার্ডওয়ারও। সমস্ত প্রোডাক্টের নতুন ফিচার যে থাকবেই এ বলাই বাহুল্য। এও জানা গিয়েছে, সংস্থার সিইও টিম কুক অন্যান্য অ্যাপল ইঞ্জিনিয়ারদের সাথে কী-নোট ইভেন্টটি হোস্ট করবেন। গতবারের মতো এবারও এই ইভেন্টটি বিনামূল্যে অনলাইনে লাইভ-স্ট্রিম করা হবে। যা দেখা যাবে ইউটিউবে। কী-নোট প্রোগ্রামটি ভারতীয় সময় অনুযায়ী ৬ জুন রাত ১০.৩০ এ শুরু হবে। এই ইভেন্টে আইওএস ১৬ এবং ওয়াচওএস ৮ নিয়ে আলোচনা হতে চলেছে। যা মূলত আইফোন ১৪ সিরিজ এবং অ্যাপল ওয়াচ সিরিজে ব্যবহৃত হতে চলেছে। এছাড়াও ইভেন্টের টিজারে দেখা গেছে এ-আর গ্লাস। এটি আরেকটি দুর্দান্ত আকর্ষণ। তবে আসলে এই নির্দিষ্ট প্রোডাক্ট লঞ্চ হবে কিনা তা নিয়ে বিশেষ জানা যায়নি।
অন্যদিকে রয়েছে হার্ডওয়ারের ঘোষণাও। জানা গিয়েছে যে, একটি এম২ সিলিকন-ভিত্তিক ম্যাক মিনি আসন্ন ইভেন্টটিতে প্রকাশ্যে আসতে পারে। তবে খবরের সত্যতা জানতে আমাদেরকে ৬ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। চমকের পালা যে এখানেই শেষ নয় তা তো বোঝাই যাচ্ছে। ইভেন্ট শুরু হওয়া অবধি ধৈর্য্য ধরতেই হবে। সর্বোপরি, ভালো কিছু ঘটতে সময় লাগে বৈকি।
Discussion about this post