বিশ্বের বৃহত্তম গণতন্ত্র সাক্ষী থাকল এক চরমতম লজ্জার। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এদিন অপমানিত হতে হল, পুলিশ স্টেশনে হতে হল অর্ধ-নগ্ন। উঠে আসছে ঠিক এমনই এক অভিযোগ। অপরাধ? হ্যাঁ, তা আছে বৈকি। শাসক দলের সাংসদের সমালোচনা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি থানায়।
গত বৃহস্পতিবার একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় এক পুলিশ স্টেশনের ভেতর আট সাংবাদিক অর্ধ নগ্ন হয়ে দাঁড়িয়ে। জানা গিয়েছে থিয়েটার কর্মী নীরজ কুন্দার স্থানীয় বিজেপি এমএলএ কেদারনাথ শুক্লা এবং তাঁর ছেলের ফেক ফেসবুক আইডি নিয়ে সরব হন। যার ফলে তাকে গ্রেফতার হতে হয় পুলিশের হাতে। সেই ঘটনারই খবর করতে গিয়েছিলেন ইউটিউব সাংবাদিক কনিষ্ক তিওয়ারি সহ অন্য সাংবাদিকরা।
এই খবর প্রকাশ হতেই ওই বিধায়ক সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ডেকে পাঠানো হয় কনিষ্ক তিওয়ারি সহ বাকি সাংবাদিকদের। অভিযোগ তখনই অর্ধ-নগ্ন করে মারধোরও করা হয় তাদের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশের সকল স্তরের সাংবাদিকরা।
Discussion about this post