রাস্তার পশু বলে কি বাঁচার অধিকার তাদের কোনো অংশে কম? সময়মতো চিকিৎসার কি তাদের প্রয়োজন হতে পারে না? এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, হচ্ছে, হবে। আসল কাজ কতোটা হচ্ছে? এর উত্তর রয়েছে ভারতের তামিলনাড়ুর নতুন উদ্যোগে। ভাবছেন নিশ্চয়ই এমন কী ঘটেছে! ঘটনাটি অবাক করবে আপনাকেও।
তামিলনাড়ুর চেন্নাইতে চালু করা হয়েছে ভারতবর্ষের প্রথম অ্যাম্বুলেন্স যা চলবে কেবলমাত্র রাস্তার পশুদের জন্য। আ্যম্বুলেন্সটি চালু করেছেন মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি ডা:অনিথা সুমন্থ। অভিনব এই ভাবনা চালু হয়েছে দুটি সংস্থার হাত ধরে- ব্লু ক্রস অফ ইন্ডিয়া এবং আন্তর্জাতিক আ্যনিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘ফোর পা’। অবশ্যই অ্যাম্বুলেন্সটি চালানোর জন্য থাকবেন একজন চালক। অভিনব এই অ্যাম্বুলেন্সটিতে থাকছে – একটি ট্রিটমেন্ট টেবিল, দুটি ফ্যান, একটি ইনভারটার, একটি ফ্রিজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র এবং ব্যান্ডেজ রাখার একটি ড্রয়ার। এছাড়াও এতে থাকছে, একটি বেসিন, একটি স্ট্রেচার, ডাক্তারের বসার জন্য একটি টুল, কুকুরদের ধরার জন্য যন্ত্রপাতি এমকি খাঁচা। অক্সিজেনের ব্যাবস্থাও থাকছে নতুন এক অ্যাম্বুলেন্সটিতে।
মূলত রাস্তায় থাকা প্রাণীদের চিকিৎসা করার জন্যই তামিলনাড়ুর এই নতুন, চমকপ্রদ পদক্ষেপ। এখন আমরা প্রত্যেকেই ভীষণভাবে নিজেদের নিয়ে ব্যাস্ত থাকি। অন্যদের নিয়ে ভাবার সময় বা ইচ্ছে কোনটাই আমাদের খুব বেশি থাকে না। তবে এই নতুন উদ্যোগ যেন বলছে, “ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো।”
Discussion about this post