কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। মহামারী আমাদের জীবনকে কার্যত তছনছ করে দিয়েছে একথা ঠিক। কিন্তু ব্যস্ত রোজনামচা আর গন্ডীবদ্ধ জীবনে মহামারী এনে দিয়েছে খানিক স্বস্তিও। অনেকেই বলেন সময় পেলে কত্ত কিছু করতে পারতাম! কিন্তু সত্যি সত্যিই এই দীর্ঘ সময়টাকে কাজে লাগিয়েছেন ক’জন? অনেকেই হয়ত এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন, আর অনেকে হেলায় করেছেন সময় নষ্ট।
কিন্তু কেরালার এক ছাত্রী এই মহামারীকালের অবসরে গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড! মাত্র ৯০ দিনে ৩৫০ টি অনলাইন কোর্স করে ফেলেছেন কেরলে কোচির এলামাক্কারার বাসিন্দা আরতি রঘুনাথ। বিশ্বের তাবড় তাবড় বিশ্ববিদ্যালয় যেমন জন হকিন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, ইউনিভার্সিটি অফ কোলারাডো বোল্ডার, ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্ক এবং ইউনিভার্সিটি অব কোপেনহেগেন থেকে কোর্সগুলি করেছেন আরতি।
বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর স্তরের ছাত্রী আরতি। লকডাউনকালে অগাধ সময় পেয়ে নিজের ঝুলিতে রকমারি ডিগ্রি ভরেছেন আরতি। তার এই কীর্তিতে উচ্ছ্বসিত আরতির শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু আরতি সব কৃতিত্ব নিজে নিতে নারাজ। তিনি জানান, “আমার শিক্ষকরাই আমায় এই অনলাইন ক্লাসের দিশা দেখিয়েছিলেন। আমার কলেজের প্রিন্সিপাল আজিম মহম্মদ, কোর্স কো-অর্ডিনেটর হানিফা কেজি, ক্লাস টিউটর নীলিমা টি কের সহায়তায় আমি কোর্সগুলি শেষ করতে পেরেছি।” অল্প সময়েও চাইলেই যে কোনও অসাধ্য সাধন করা যায় তা প্রমাণ করলেন আরতি। এভাবেই নতুন প্রজন্মকে তিনি দেখালেন নয়া দিশা।
Discussion about this post