এক ঝলক টাটকা বাতাসের মতোই তিনি ছিলেন রবি ঠাকুরের প্রথম প্রেম

বাঙালির কাছে ঠাকুর বলতে আজও রবীন্দ্রনাথ। আমাদের জীবন শুরুর ‘সহজ পাঠ’ থেকে জীবন ‘শেষের কবিতা’ জুড়ে রয়েছেন যিনি। প্রেমের কবি রবি ঠাকুরের কলমে বারবার উঠে এসেছে বিরহ, ব্যাকুলতা, ভালবাসার শব্দ। না পাওয়ার কষ্ট ফুটে উঠেছে তাঁর বিভিন্ন কবিতায়। জীবনের কোনো একটা পর্যায়ে বোধ হয় তাঁর এই লেখনীকে অনুভব করেছি আমরাও। তাঁর অত্যন্ত তরুণ বয়েসের লেখাতেও … Continue reading এক ঝলক টাটকা বাতাসের মতোই তিনি ছিলেন রবি ঠাকুরের প্রথম প্রেম